দুবাই: ভারতের ওপেনার শিখর ধবন আউট হওয়ার পর তাঁর উদ্দেশে আক্রমণাত্মক অঙ্গভঙ্গি করার দায়ে জরিমানা হল দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদার। গতকাল পোর্ট এলিজাবেথে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের পঞ্চম একদিনের ম্যাচে ভারতের ইনিংসের অষ্টম ওভারে রাবাদার বলে আউট হন ধবন। এরপরই তাঁর প্রতি অঙ্গভঙ্গি করার পাশাপাশি আপত্তিকর মন্তব্যও করেন রাবাদা। এর জন্যই তাঁর ম্যাচ ফি-র ১৫ শতাংশ জরিমানা করা হল। একইসঙ্গে তাঁকে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে।


আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, ‘আচরণবিধির ২.১.৭ ধারা ভঙ্গ করেছেন রাবাদা। তাঁর বিরুদ্ধে অভিযোগ করেন মাঠে থাকা দুই আম্পায়ার ইয়ান গোল্ড ও শন জর্জ, তৃতীয় আম্পায়ার আলিম দার এবং চতুর্থ আম্পায়ার বঙ্গানি জেলে। তাঁরা বলেন, রাবাদা যে অঙ্গভঙ্গি ও মন্তব্য করেছেন, তার পাল্টা জবাব দিতে পারতেন ধবন। এই অভিযোগ প্রমাণিত হওয়ায় রাবাদাকে সাজা দেওয়া হল।’



ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট জানিয়েছেন, রাবাদা তাঁর অপরাধ স্বীকার করে নিয়েছেন। এখন তাঁর ডিমেরিট পয়েন্ট পাঁচ। এই পেসার এর আগে খারাপ আচরণের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্টে নির্বাসিত হয়েছিলেন। আগামী ২৪ মাসের মধ্যে ডিমেরিট পয়েন্ট আট বা তার বেশি হয়ে গেলে ফের নির্বাসিত হতে পারেন তিনি।