কিংস্টন: একদিনের সিরিজ ৩-১ জিতে নেওয়ার পর এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একমাত্র টি ২০ ম্যাচ খেলতে নামবে ভারত। জয় দিয়েই ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করতে বদ্ধপরিকর মেন ইন ব্লু ব্রিগেড। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি ২০ ম্যাচে ওপেন করতে পারেন খোদ অধিনায়ক বিরাট কোহলি।
একদিনের দলের তুলনায় অনেক বেশি শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের টি ২০ দল। তার ওপর দলে ফিরেছেন বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইল। নিজের দিনে যে কোনও টিমকে গুঁড়িয়ে দিতে পারেন তিনি।
প্রায় ১৫ মাস পর দেশের জার্সি পরবেন গেইল। এর আগে আইপিএলে সে রকম ছন্দে দেখা যায়নি তাঁকে। তার আগে চোট আঘাত নিয়েই ব্যতিব্যস্ত ছিলেন তিনি।
গেইল ছাড়াও ওয়েস্ট ইন্ডিজ দলের বাকি খেলোয়াড়রাও কম বিপজ্জনক নন। টি ২০ বিশ্বকাপজয়ী দলে রয়েছেন মার্লন স্যামুয়েলস, সুনীল নারাইন, স্যামুয়েল বদ্রির মতো ক্রিকেটার। দলের নেতৃত্বে রয়েছেন টি ২০ বিশ্বকাপ জয়ের নায়ক কার্লোস ব্রেথওয়েট। এছাড়াও রয়েছেন এভিন লুইস। গত বছর ফ্লোরিডায় তাঁর ৪৯ বলে ১০০ রানে ভর করে ভারতকে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নামার আগে ভারতের রণকৌশলের কিছুটা পরিবর্তন হতে পারে বলে খবর। দলে নেই রোহিত শর্মা। অন্য সময় তিনিই ওপেন করেন। এই অবস্থায় কোহলিই ওপেন করতে নামতে পারেন।আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ওপেনই করেন কোহলি। ক্যারিয়ানদের বিরুদ্ধে কোহলির সঙ্গী হতে পারেন শিখর ধবন। আজিঙ্কা রাহানেও একদিনের সিরিজে দুরন্ত পারফর্ম করেছেন। কিন্তু চলতি পারফরম্যান্সের কথা মাথায় রেখে ধবনকেই সুযোগ দেওয়া হতে পারে।
সুযোগ পেতে পারেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋসভ পন্থ। টিম ম্যানেজমেন্ট তাঁকে সীমিত ওভারের দলের উইকেটরক্ষক হিসেবে গড়ে তুলতে চাইছে। এই কারণেই তাঁকে সুযোগ দেওয়া হতে পারে।
কলকাতা নাইট রাইডার্সের হয়ে কুলদীপ যাদব আইপিএলে অসাধারণ বোলিং করেছেন। সদ্যসমাপ্ত একদিনের সিরিজেও নিজেকে মেলে ধরতে সক্ষম হয়েছেন এই চায়নাম্যান বোলার। সেজন্য প্রথম একাদশে তাঁর থাকার সম্ভাবনা উজ্জ্বল।
উমেশ যাদবের সঙ্গে পেস আক্রমণের দায়িত্বে থাকবেন ভূবনেশ্বর কুমার।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি ২০ ম্যাচে ওপেন করতে পারেন কোহলি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Jul 2017 02:46 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -