অ্যান্টিগা: ক্যারিবিয়ান সিরিজের প্রথম টেস্টেই দাপট ভারতের অধিনায়ক বিরাট কোহলির। অধিনায়ক হিসেবে ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম ইনিংসেই দুরন্ত দ্বিশতরানের মুখে কোহলি (অপরাজিত ১৯৪ রান)। টেস্ট ক্রিকেটে এটি তাঁর প্রথম দ্বিশতরান হবে। অধিনায়কের ব্যাটিং-বিক্রমে অ্যান্টিগা টেস্টে জাঁকিয়ে বসেছে ভারত।


 

৪ উইকেটে ৩০২ রান নিয়ে আজ খেলা শুরু করেন বৃহস্পতিবারের দুই অপরাজিত ব্যাটসম্যান কোহলি ও রবিচন্দ্রন অশ্বিন। তাঁরা গতকাল যেখানে শেষ করেছিলেন, আজ সেখান থেকেই শুরু করেন। কোনও ক্যারিবিয়ান বোলারই ভারতের এই দুই ব্যাটসম্যানকে সমস্যায় ফেলতে পারছিলেন না। কোহলি সহজেই টেস্টে তাঁর সর্বোচ্চ রান করে ফেলেন। তাঁর ব্যাটিং দেখে মনেই হচ্ছে না বিদেশের মাটিতে খেলছেন।

 

অধিনায়কের মতোই দাপটে ব্যাট করছেন আদতে অফ স্পিনার অশ্বিন। তিনি অর্ধশতরান করে ফেলেছেন (অপরাজিত ৫৭)। এই মুহূর্তে ভারতের রান ১১৪ ওভারে ৩৯১।