লন্ডন: আইসিসি-র সদ্যপ্রকাশিত একদিনের ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে প্রথম দশে বিরাট কোহলি ছাড়া আরও কোনও ভারতীয় ঠাঁই পেলেন না।


ব্যাটসম্যানদের তালিকায় তিন নম্বরে রয়েছেন ভারত অধিনায়ক। তার পয়েন্ট ৮৫২। তালিকার শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্স (৮৭৪)। দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার (৮৭১)।


১১ থেকে ২০ র‌্যাঙ্কের মধ্যে অবশ্য আরও তিন ভারতীয় ব্যাটসম্যান রয়েছেন। ১২তম স্থানে রয়েছেন রোহিত শর্মা। ঠিক তাঁর পরেই রয়েছেন প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি (১৩ তম) এবং শিখর ধবন (১৫তম)।


এদিকে, বোলারদের র‌্যাঙ্কিংয়ে আরও করুণ অবস্থা ভারতের। সেখানে প্রথম দশে কোনও ভারতীয় বোলার ঠাঁই পাননি। ১১তম স্থানে রয়েছেন অক্ষর পটেল। এছাড়া, অমিত মিশ্র (১৩ তম) ও রবিচন্দ্রণ অশ্বিন (১৮তম) স্থান দখল করেছেন। তালিকার শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা।


চলতি সপ্তাহ থেকে শুরু হচ্ছে আইসিসি-র একদিনের টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি। সেখানে, নিজ নিজ র‌্যাঙ্কিংকে উন্নত করার পুরো সুযোগ পাবেন ভারতীয় ক্রিকেটাররা।