কটক: রান তাড়া করতে গিয়ে একটা সময় কোণঠাসা হয়ে পড়েছিল ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি একদিনের সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে শেষপর্যন্ত মাথা ঠাণ্ডা রেখে দলকে জয় এনে দেন রবীন্দ্র জাডেজা ও শার্দুল ঠাকুর। সেইসঙ্গে ২-১ সিরিজ জিতে বছর শেষ করল মেন ইন ব্লু ব্রিগেড। ৩১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৭ তম ওভারে বিরাট কোহলি ৮৫ রান করে আউট হয়ে যাওয়ার পর ম্যাচের পাল্লা ওয়েস্ট ইন্ডিজের দিকে ঝুঁকে পড়ে। ম্যাচ ও সিরিজ জিততে ভারতের তখনও ৩০ রান দরকার ছিল। ক্রিজে ছিলেন অভিজ্ঞ জাডেজা এবং লোয়ার অর্ডারের পাওয়ার হিটার শার্দুল।



জাডেজা এক প্রান্তে সিঙ্গল নিয়ে দলের ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন। শার্দুল শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করতে থাকেন। কয়েকটি বাউন্ডারি মেরে চাপ হাল্কা করে দেন এবং ভারত ৮ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয়।

ভারতের এই রান তাড়া জয়ের মূল কারিগর ছিলেন অধিনায়ক কোহলি। ম্যাচের পর পুরস্কারপ্রদান অনুষ্টানে কোহলি জাডেজা ও শার্দুলের প্রশংসা করেন। কোহলি স্বীকার করে নেন যে, তিনি আউট হওয়ার পর কিছুটা নার্ভাস হয়ে পড়েছিলেন।

কোহলি বলেছেন, জাড্ডু ও শার্দুলকে ম্যাচ ফিনিস করতে দেখে খুব ভালো লাগছে।প্যাভিলিয়নে ফিরে যাওয়ার সময় নার্ভাস ছিলাম। কিন্তু জাড্ডুকে দেখলাম ও বেশ আত্মবিশ্বাসী। শার্দুল ও জাড্ডু ম্যাচটা ফিনিস করল। ওদের এভাবে ম্যাচ ফিনিস করাটা বড় ব্যাপার।

এরপর আজ সোমবারও কোহলি শার্দুলের প্রশংসা করেছেন একটি মজাদার ট্যুইটের মাধ্যমে। মরাঠি ভাষায় কোহলির ট্যুইট- ‘তুলা মানলা রে ঠাকুর’। এর অর্থ শার্দুল তোমায় কুর্ণিশ।