জাডেজা এক প্রান্তে সিঙ্গল নিয়ে দলের ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন। শার্দুল শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করতে থাকেন। কয়েকটি বাউন্ডারি মেরে চাপ হাল্কা করে দেন এবং ভারত ৮ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয়।
ভারতের এই রান তাড়া জয়ের মূল কারিগর ছিলেন অধিনায়ক কোহলি। ম্যাচের পর পুরস্কারপ্রদান অনুষ্টানে কোহলি জাডেজা ও শার্দুলের প্রশংসা করেন। কোহলি স্বীকার করে নেন যে, তিনি আউট হওয়ার পর কিছুটা নার্ভাস হয়ে পড়েছিলেন।
কোহলি বলেছেন, জাড্ডু ও শার্দুলকে ম্যাচ ফিনিস করতে দেখে খুব ভালো লাগছে।প্যাভিলিয়নে ফিরে যাওয়ার সময় নার্ভাস ছিলাম। কিন্তু জাড্ডুকে দেখলাম ও বেশ আত্মবিশ্বাসী। শার্দুল ও জাড্ডু ম্যাচটা ফিনিস করল। ওদের এভাবে ম্যাচ ফিনিস করাটা বড় ব্যাপার।
এরপর আজ সোমবারও কোহলি শার্দুলের প্রশংসা করেছেন একটি মজাদার ট্যুইটের মাধ্যমে। মরাঠি ভাষায় কোহলির ট্যুইট- ‘তুলা মানলা রে ঠাকুর’। এর অর্থ শার্দুল তোমায় কুর্ণিশ।