অ্যাডিলেড: কাল থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট। তার আগে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি আশা প্রকাশ করেছেন, দু’দলই সীমা ছাড়াবে না। তবে একইসঙ্গে তিনি বলেছেন, খেলোয়াড়রা আবেগ প্রকাশ করবেন না, এটাও তিনি চান না।


ভারত-অস্ট্রেলিয়া সিরিজ মানেই শুধু ব্যাট-বলের মধ্যেই লড়াই সীমাবদ্ধ থাকে না। কথার লড়াইও দেখা যায়। এবার স্লেজিং মাত্রা ছাড়িয়ে যাবে না বলেই আশা বিরাটের। এ বিষয়ে তিনি বলেছেন, ‘কোনও কোনও সময় ব্যাটসম্যানদের চাপে ফেলতেই হবে। মাত্রা ছাড়িয়ে যেতেই হবে এমন নয়, তবে শুধু অস্ট্রেলিয়াই নয়, যে কোনও প্রতিপক্ষের ব্যাটসম্যানদেরই উত্যক্ত করতে হবে। আমরা সেটাই করব। তবে অতীতে যেমন দু’দলই নিয়ন্ত্রণ হারিয়েছিল, এবার সেটা হবে না।’

বল-বিকৃতির দায়ে স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার নির্বাসিত হওয়ার পর অস্ট্রেলিয়া দল সংস্কৃতি বদল করার চেষ্টা করছে। সম্প্রতি অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা মাঠে ভাল আচরণ করছেন। তবে তাঁরা নেতিবাচক মানসিকতা নিয়ে মাঠে নামবেন না বলেই মনে করছেন বিরাট। এ বিষয়ে তিনি বলেছেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি না বল বিকৃতির মতো ঘটনার পর কোনও দলের পুরোপুরি নেতিবাচক হওয়া উচিত। সিরিজে প্রতিদ্বন্দ্বিতা থাকবে। কারণ, আমরা প্রতিপক্ষের ব্যাটসম্যানদের আউট করতে চাইব। পরিস্থিতি যদি অনুকূলে থাকে এবং প্রতিপক্ষের কোনও গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানকে আউট করার জন্য আক্রমণের দরকার হয়, তাহলে সেটা করব। সেক্ষেত্রে শারীরিক ভঙ্গিও আক্রমণাত্মক হতে পারে, আবার দু কথা শুনিয়েও দিতে পারি। তবে কেউ বর্ণবিদ্বেষী মন্তব্য করবে না বলেই মনে করি।’