২০১৬ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্টে হোলকার স্টেডিয়ামে প্রথম ইনিংসে বিরাট ২১১ ও রাহানে ১৮৮ রান করেন। তাঁদের এই ইনিংস দেখে ২০১৬ সালের ৮ অক্টোবর বাভুমা ট্যুইট করেন, ‘কোহলি ও রাহানেকে যদি সারাদিন ব্যাট করতে দেখতে পারতাম।’
বাভুমা বোধহয় ভাবতেও পারেননি, তাঁদের বিরুদ্ধেই বিরাট ও রাহানে দুর্দান্ত ইনিংস খেলবেন। চলতি টেস্টের দ্বিতীয় দিন ভারতের অধিনায়ক ও সহ-অধিনায়কের জুটিতে যোগ হয় ১৭৮ রান। বিরাট ২৫৪ রানে অপরাজিত থাকেন। রাহানে করেন ৫৯ রান। মাঠে দাঁড়িয়ে তাঁদের সেই ইনিংস দেখেন বাভুমা। এরপর তিনি নিজে প্রথম ইনিংসে মাত্র আট রান করে মহম্মদ শামির বলে ঋদ্ধিমান সাহার হাতে ক্যাচ দিয়ে ফেরেন।