লন্ডন:  একদিনের ক্রিকেটে আইসিসি র‌্যাঙ্কিংয়ের সিংহাসনে ফের বিরাট কোহলি। চ্যাম্পিয়ন্স ট্রফির গুপ লিগের খেলা শেষের পর  ব্যাটসম্যানদের যে তালিকা প্রকাশিত হয়েছে তাতে ভারতীয় দলের অধিনায়ক ফিরে পেয়েছেন এক নম্বর স্থান।
টুর্মামেন্ট শুরুর আগে তিন নম্বরে ছিলেন কোহলি। দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্স কোহলির থেকে ২২ পয়েন্ট এগিয়ে এক নম্বরে ছিলেন। গত ২৫ ফেব্রুয়ারি থেকে এতদিন পর্যন্ত প্রথম স্থান দখলে রেখেছিলেন এবি। অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের থেকেও ১৯ পয়েন্টে পিছিয়ে ছিলেন কোহলি।
কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ লিগে পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত  ৮১ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অপরাজিত ৭৬ রানের ইনিংসের সৌজন্যে ডিভিলিয়ার্স ও ওয়ার্নারদের পিছনে ফেললেন কোহলি। এ বছর জানুয়ারি মাত্র চারদিনের জন্য  র‌্যাঙ্কিংয়ে প্রথম স্থানে ছিলেন তিনি।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের দুরন্ত ফর্ম অব্যাহত শিখর ধবনের। সেই সূত্রে আইসিসি  র‌্যাঙ্কিংয়ে প্রথম দশে ফিরে এলেন তিনি। যদিও রোহিত শর্মা ও মহেন্দ্র সিংহ ধোনি একধাপ করে পিছিয়ে গিয়েছেন। এখন তাঁদের র‌্যাঙ্কিং যথাক্রমে ১৩ ও ১৪।
বোলারদের মধ্যে তালিকার শীর্ষে অসি পেসার জোস হ্যাজেলউড।
চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলে ভারত   র‌্যাঙ্কিংয়ে দক্ষিণ আফ্রিকাকে হঠিয়ে প্রথমস্থানে উঠে আসবে।