নাগপুর: আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের কথা মাথায় রেখে অধিনায়ক বিরাট কোহলিকে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ থেকে বিশ্রাম দিল ভারতীয় ক্রিকেট বোর্ড।
সোমবার, বিসিসিআই-এর তরফে জানানো হয়েছে, আগামী ২ ডিসেম্বর থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের তৃতীয় তথা শেষ টেস্টে খেলবেন কোহলি।
এরপর আগামী ১০ ডিসেম্বর থেকে ধর্মশালায় শুরু হতে চলা একদিনের সিরিজে তাঁকে বিশ্রাম দেওয়া হচ্ছে। কোহলির জায়গায় শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে দাতীয় দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা।
সম্প্রতি, দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে প্রস্তুতির প্রয়োজনীয় সময় ও পরিবেশ পাননি বলে অভিযোগ করেন অধিনায়ক কোহলি। অত্যাধিক খেলার ধকল প্রভাব ফেলতে পারে দক্ষিণ আফ্রিকায় বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। তারপরই কোহলিকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিল বোর্ড।
এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টেস্ট ও একদিনের সিরিজের জন্য দল ঘোষণা করে বিসিসিআই।
তৃতীয় টেস্টের জন্য ভারতীয় দল—বিরাট কোহলি (অধিনায়ক), মুরলি বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে (সহ-অধিনায়ক), রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রণ অশ্বিন, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি, উমেশ যাদব, ইশান্ত শর্মা ও বিজয় শঙ্কর।
একদিনের সিরিজের জন্য ভারতীয় দল—রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধবন, অজিঙ্ক রাহানে, শ্রেয়স আয়ার, মণীশ পাণ্ডে, কেদার যাদব, দীনেশ কার্তিক, মহেন্দ্র সিংহ ধোনি, হার্দিক পাণ্ড্য, অক্ষর পটেল, কুলদীপ যাদব, যযুবেন্দ্র চহাল, জশপ্রীত বুমরাহ, ভূবনেশ্বর কুমার এবং সিদ্ধার্থ কৌল।