লন্ডন: বিশ্ববন্দিত লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে একাসনে বসলেন ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি এবং ওপেনিং ব্যাটসম্যান রোহিত শর্মা।

প্রথম ভারতীয় ক্রীড়াবিদ হিসেবে এই দুজনের সঙ্গে চুক্তি করল জনপ্রিয় ক্রীড়া-সম্পর্কিত মিডিয়া সংস্থা ‘আনস্ক্রিপটেড’। এই সংস্থার মূল কাজ হল ভিডিওর মাধ্যমে বিশ্বের বিশ্বের তাবড় তাবড় সফল ক্রীড়া ব্যক্তিত্বদের ব্যক্তিগত অজানা কথা প্রকাশ করা। সবচেয়ে মজার কথা, ওই অজানা কথা জানান সংশ্লিষ্ট ক্রীড়াবিদ নিজেই। ফলে, বিশ্বব্যবাপী ক্রীড়াজগতে ‘আনস্ক্রিপটেড’ একটি অতি পরিচিত নাম।

গত জানুয়ারি মাসে সিআর সেভেন-এর প্রথম ভিডিও প্রকাশ করে এই সংস্থা। সেখানে দেখা যায় এই পর্তুগীজ তারকা নিজের বাড়ির অন্দরমহলের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিচ্ছেন। প্রথম সপ্তাহের মধ্যেই ওই ভিডিওটি দেখেন ৩ কোটির বেশি মানুষ। ঠিক একইভাবে ‘আনস্ক্রিপটেড’-এ নিজের ব্যক্তিগত কথা প্রকাশ করেছেন এল এম টেন।

এবার বিরাট ও রোহিতের পালা। প্রথম ভিডিওতে কোহলি জানিয়েছেন, ছোটবেলা থেকে আজ পর্যন্ত কোচের থেকে তিনি ঠিক কী কী উপদেশ পেয়েছেন। অন্যদিকে, সচিন তেন্ডুলকর সম্পর্কে অজানা কথা শোনান রোহিত শর্মা। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও দুটি প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে তা আগুনের মতো ছড়িয়ে পড়ে। ৪৮-ঘণ্টার মধ্যেই দুটি ভিডিও দেখে ফেলেছেন ৯ লক্ষ মানুষ।

ফুটবলের পরই ক্রীড়া দুনিয়ায় দ্বিতীয় সবচেয়ে জনপ্রিয় খেলা হল ক্রিকেট। সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটের উপস্থিতি উত্তুরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আর বর্তমানে ক্রিকেট-বিশ্বের ‘পোস্টার বয়’ হলেন বিরাট কোহলি। ফেসবুক ও টুইটারে ইতিমধ্যেই ‘বিরাট’ ভক্তসংখ্যা রয়েছে কোহলির। সংখ্যাটি ৩.৪১ কোটি! পাশাপাশি, ইনস্টাগ্রামেও বিরাটকে ফলো করেন ২০ লক্ষ মানুষ। যা ক্রিকেটে একটি রেকর্ডও বটে! অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় রোহিত শর্মার ভক্ত-সংখ্যা ১.১৭ কোটি। ইনস্টাগ্রামে ‘হিটম্যান’-এর ফলোয়ার সংখ্যা ৬.৬৫ লক্ষ।

এই প্রসঙ্গে সংস্থার সিইও ব্রেন্ট স্ক্রিমশো জানান, বিশ্বের দুই সেরা ও জনপ্রিয় ক্রিকেটারকে ‘আনস্ক্রিপটেড’-এ যুক্ত করতে পেরে ভীষণই আনন্দ হচ্ছে।

[embed]