কেপ টাউনে প্রথম টেস্টে ৭২ রানে হারের পর আজ সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টে ১৩৫ রানে হেরে গিয়েছে ভারত। প্রথম ইনিংসে বিরাট একা লড়াই করেন। কিন্তু তাঁর ১৫৩ রানের লড়াকু ইনিংসও ভারতের হার বাঁচাতে পারল না। ম্যাচের পর বিরাট স্বীকার করেছেন, তাঁরা পিচের চরিত্র বুঝতে পারেননি। তিনি বলেছেন, ‘আমরা ভেবেছিলাম পাটা উইকেট হবে। দলের সবাইকে বলি, টসের আগে যা ভেবেছিলাম, তার চেয়ে অন্যরকম লাগছে পিচ। প্রথম ইনিংসের শুরুতেই দক্ষিণ আফ্রিকা কয়েকটি উইকেট হারানোর পর আমাদের সেই সুযোগ কাজে লাগানো উচিত ছিল।’
ভারতের অধিনায়ক আরও বলেছেন, ‘আমরা মাঠের বাইরে আর খেলা নিয়ে ভাবি না। এভাবেই আমরা খেলি। আমার দেড়শোর বেশি রানের এখন আর কোনও গুরুত্ব নেই। কারণ, আমরা সিরিজে হেরে গিয়েছি। আমরা যদি সিরিজ জিততাম, তাহলে ৩০ রানেরও অনেক বেশি গুরুত্ব থাকত। দল হিসেবে সমবেতভাবে জিততে চাই।’
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ দু প্লেসি বলেছেন, প্রথম দিন তৃতীয় সেশনে তাঁরা ভাল খেলতে না পারলেও, পরে ঘুরে দাঁড়িয়ে বাকি চারদিন দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে জয় ছিনিয়ে নিলেন। অভিষেক টেস্টেই দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে ভারতের ব্যাটিং লাইনআপে ধস নামানোর জন্য পেসার লুঙ্গি এনগিডির প্রশংসা করেছেন দু প্লেসি।