এ বছরের জানুয়ারিতে কানপুরের গ্রিনপার্কে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ম্যাচের আগে জাতীয় সঙ্গীতের সময় চিউয়িং গাম চিবোনোর অভিযোগ উঠেছিল পারভেজ রসুলের বিরুদ্ধে। আজ একই অভিযোগ উঠল বিরাটের বিরুদ্ধে। তিনি আজ ব্যাট হাতেও সাফল্য পাননি। কোনও রান না করেই আউট হয়ে গিয়েছেন তিনি। ভারতীয় দলও মাত্র ১৭ রানে ৩ উইকেট হারিয়ে চাপে। এরই মধ্যে ভারতের অধিনায়ক নয়া বিতর্কে জড়ালেন। বিরাট কোহলির বিরুদ্ধে জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগ
Web Desk, ABP Ananda | 16 Nov 2017 08:32 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
কলকাতা: ভারতের অধিনায়ক বিরাট কোহলির বিরুদ্ধে ইডেনে জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগ উঠল। আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগে জাতীয় সঙ্গীতের সময় তাঁকে চিউয়িং গাম চিবোনোর অভিযোগ উঠল। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ছড়িয়ে পড়েছে।