কলকাতা: ভারতীয় দলের হয়ে তিন নম্বরে ব্যাট করলেও, আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ওপেন করছিলেন বিরাট কোহলি। তবে এবারের আইপিএল-এ ওপেনিং ছেড়ে তিন নম্বরে ব্যাট করতে নামবেন আরসিবি অধিনায়ক। তিনি নিজেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচের আগের দিন বিরাট বলেছেন, ‘অতীতে আমাকে ওপেন করতে হত। আমি সেই ভূমিকা উপভোগ করেছি। তবে এবার আমি তিন নম্বরে ব্যাট করব। কারণ, আমাদের দলে বিশেষজ্ঞ ওপেনার আছে। তাছাড়া আমি ভারতীয় দলের হয়ে তিন নম্বরে ভাল খেলেছি। এই জায়গায় ব্যাটিং করার বিষয়টি আমি ভাল বুঝি। দলকে আমি নির্ভরতা দিতে পারি। তাই আমি তিন নম্বরেই ব্যাট করতে নামব। তবে প্রতিপক্ষ দেখেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং অর্ডারে বদল আনা হতে পারে।’

আইপিএল-এ ওপেনার হিসেবে ৪৩ ইনিংসে ৫৩.০৩ গড়ে ১,৭৫০ রান করেছেন বিরাট। গতবারের আইপিএল-এও তিনি ও ক্রিস গেইল ওপেন করতে নামতেন। তবে এবার গেইলকে ছেড়ে দিয়েছে আরসিবি। তার বদলে অবশ্য এবারের দলে কুইন্টন ডি কক, ব্রেন্ডন ম্যাকালাম, পার্থিব পটেল, মনদীপ সিংহ, মনন ভোরার মতো ওপেনার আছেন। সেই কারণেই তিন নম্বরে ব্যাট করতে নামতে পারছেন বিরাট।

গত আইপিএল পর্যন্ত আরসিবি-র ব্যাটিং বিভাগই সবচেয়ে বেশি শক্তিশালী হলেও, এবার বোলিং বিভাগেরও শক্তি বাড়ানোর উপর জোর দিয়েছেন বিরাটরা। দলে নেওয়া হয়েছে ক্রিস উকস, টিম সাউদি, উমেশ যাদব, মইন আলি, ওয়াশিংটন সুন্দরদের। এ বিষয়ে বিরাট বলেছেন, ‘আরসিবি-র ব্যাটিংয়ের বিরুদ্ধে কেকেআর-এর বোলিংয়ের লড়াই হবে না। এবারের আইপিএল-এ আমাদের বোলারদের দাপট দেখে সবাই অবাক হয়ে যাবেন। আমাদের শুধু ব্যাটিংয়ের উপর নির্ভর করতে হবে না। বোলাররাও দারুণ পারফরম্যান্স দেখাবেন।’