নয়াদিল্লি: টিম ম্যানেজমেন্ট যদি মনে করে, বিরাট কোহলির উপস্থিতি দলকে উজ্জীবিত করবে, তাহলে ১০০ শতাংশ ফিট না হয়েও তাঁর ধর্মশালা টেস্ট ম্যাচে খেলতে নামা উচিত। এমনই মত প্রকাশ করলেন সুনীল গাওস্কর। তিনি বলেছেন, ‘বিরাট নিশ্চয়ই ১০০ শতাংশ ফিট না হয়ে খেলতে চাইবে না। কারণ, দলের অন্যদের কাছ থেকে ও এটাই আশা করে। কেউ চোট লুকিয়ে টেস্ট ম্যাচ খেলতে নেমে পরে খেলা থেকে সরে যাক, এটা বিরাট চায় না। কিন্তু টিম ম্যানেজমেন্ট যদি মনে করে, সিরিজ নির্ধারক ম্যাচে বিরাটকে দলে প্রয়োজন, তাহলে তাকে বোঝাতে হবে, ৪০ বা ৫০ শতাংশ ফিট হওয়া সত্ত্বেও তোমাকে দল চাই।’
এ প্রসঙ্গে পুরো ফিট না হওয়া সত্ত্বেও খেলতে নেমে কপিলদেবের ম্যাচ জেতানো পারফরম্যান্সের কথা উল্লেখ করেছেন গাওস্কর। তিনি বলেছেন, ‘১৯৮১ সালে মেলবোর্ন টেস্টের চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার পর আমি কপিলকে প্রশ্ন করি, ও পঞ্চম দিন এক ঘণ্টা বল করতে পারবে কি না। ৩ উইকেটে ৪০ রান হাতে নিয়ে খেলতে নেমে শেষ দিন জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ছিল ১০০ রান। আমাদের জয়ের জন্য সাত উইকেট দরকার ছিল। পেইন কিলার নিয়ে বল করতে নেমে কপিল ৫ উইকেট নেয়। বাকিটা ইতিহাস। আমি দলে কপিলের উপস্থিতির মূল্য জানতাম। ওর ৭০ শতাংশ ফিটনেসই যথেষ্ট ছিল। তাই টিম ম্যানেজমেন্টকে বিরাটের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।’
তবে বিরাট শেষপর্যন্ত খেলতে না পারলেও, চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়া মানসিকভাবে এগিয়ে থেকে খেলতে নামবে না বলেই মনে করেন গাওস্কর। কারণ, তাঁর মতে, দু দলের মধ্যে বিশেষ ফারাক নেই। বিরাটকে ছাড়াই লড়াই করতে পারে ভারতীয় দল।
বিরাটের পাশাপাশি বাংলার পেসার মহম্মদ শামিকেও ধর্মশালা টেস্টের দলে দেখতে চাইছেন গাওস্কর। তাঁর মতে, দিনে ২০ ওভার বল করার মতো ফিটনেস থাকলেই শামিকে দলে রাখা উচিত। তিনি শুরুতে উইকেট নিলে পরে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজাদের সুবিধা হবে।
টিম ম্যানেজমেন্ট চাইলে বিরাটের খেলা উচিত, মত গাওস্করের
Web Desk, ABP Ananda
Updated at:
24 Mar 2017 09:02 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -