বার্মিংহাংম: আজ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওঠার লড়াই ভারত ও বাংলাদেশের। প্রথম সেমিফাইনালে হট ফেভারিট ইংল্যান্ডকে পাকিস্তান হারিয়ে দেওয়ার পর ফাইনালে ক্রিকেট বিশেষজ্ঞরা ফাইনালে ভারত-পাক লড়াইয়ের পূর্বাভাস দিয়েছেন। অতীত রেকর্ড ও সাম্প্রতিক পারফরম্যান্সে ভারত বাংলাদেশের তুলনায় কয়েক যোজন এগিয়ে। যদিও শেষ পাঁচটি একদিনের ম্যাচে দুবার বাংলাদেশ হারিয়েছে ভারতকে। যে কোনও দিন অঘটন ঘটানোর ক্ষমতা রাখে বাংলাদেশ। কিন্তু ভারত সম্প্রতি যেভাবে ছন্দে রয়েছে তাতে অঘটনের সম্ভাবনাকে পাত্তাও দিচ্ছেন না অনেক বিশেষজ্ঞই। ভারতের প্রাক্তন বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র সহবাগ যেমন বলছেন, ভাগ্যের সাহায্যে সেমিফাইনালে পৌঁছেছে বাংলাদেশ। টিম ইন্ডিয়াই ম্যাচ জিতবে।
কিন্তু মাঠে নামার আগে সাবধানী ভারত অধিনায়ক বিরাট কোহলি। বাংলাদেশকে কোনওভাবেই হাল্কাভাবে নিতে নারাজ তিনি। ম্যাচের আগে কোহলি বলেছেন, নিজেদের খেলাটা খেলতে চায় দল। মোমেনন্টামটা ধরে রাখতে চায়।
কোহলি বলেছেন, সেমিফাইনালে নামার আগেই বেশ কয়েকটা ভালো ম্যাচ খেলেছে ভারত। তবে খেলায় কোনও কিছু নিশ্চিত করে বলা যায় না। লিগ পর্বেও কয়েকটি দল চমক দিয়েছে। কোনও কিছুকেই হাল্কাভাবে নিচ্ছেন না তাঁরা। টুর্নামেন্টে দল যেভাবে খেলছে সেটাই সেমিফাইনালে ধরে রাথতে চান তাঁরা।
সেমিফাইনাল বলে বাড়তি কোনও চাপও নিতে নারাজ মেন ইন ব্লু ব্রিগেড। কোহলি বলেছেন, আগের ম্যাচগুলো যেভাবে তাঁরা খেলেছেন, এই ম্যাচটাও সেভাবেই দেখছেন। দলের মানসিকতায় কোনও ফারাক হবে না।
দুই দলের মধ্যে ইতিমধ্যে ৩২ টি ম্যাচ হয়েছে। ভারত জিতেছে ২৬ বার। বাংলাদেশ জিতেছে ৫ টি। ফলাফল হয়নি একটিতে।
নিরপেক্ষ জায়গায় ৭ টি ম্যাচের মধ্যে ৬ বারই জিতেছে ভারত।
কিন্তু কোহলি বলেছেন, অতীত রেকর্ডের কথা মাথায় নিয়ে মাঠে নামবে না দল। উল্টে বাংলাদেশকে বিপজ্জনক দল হিসেবে বর্ণনা করলেন। বললেন, ‘নিজেদের দিনে ওরা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেরা আটটি দল খেলে। বাংলাদেশ তাদের মধ্যে এক জন মানেই ওরা দারুণ ক্রিকেট খেলছে, এটা পরিষ্কার।’
কোহলি আরও বললেন, বাংলাদেশের হাতে দক্ষ ক্রিকেটার আছে। তাঁরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন। বাংলাদেশকে হাল্কাভাবে দেখার কোনও কারণ নেই। গত কয়েক বছরে বাংলাদেশ দারুন উন্নতি করেছে। ২০১৫-র বিশ্বকাপেও বাংলাদেশ শক্তিশালী দল ছিল।
টিম ইন্ডিয়ার অধিনায়ক আরও বলেছেন, ফাইনালে উঠতে পারলে খুশি হব। আশা করছি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দ্বিতীয়বার ফাইনালে খেলবে ভারত।
সেমিফাইনালে দল অপরিবর্তিত থাকার ইঙ্গিতও দিয়েছেন কোহলি।