রাজকোট: রাজকোট টেস্টে ভারতীয় দলের পারফরম্যান্স একেবারেই ভাল ছিল না। বিশেষ করে ফিল্ডিংয়ের মান একেবারেই পদের হয়নি। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ড্র হওয়ার পর এমনই মন্তব্য করলেন অধিনায়ক বিরাট কোহলি।
পঞ্চম দিনে ৯৮ বলে অপরাজিত ৪৯ রান করে ম্যাচ কার্যত বাঁচান কোহলি। পরে তিনি জানান, প্রথম দুদিন তাঁরা ভাল খেলেননি। তাঁর স্বীকারোক্তি, আমরা পাঁচটি ক্যাচ ফেলেছি। টেস্ট ম্যাচে এটা বিশাল পার্থক্য গড়ে দেয়।
কোহলি জানান, তাঁরা ইংল্যান্ডকে কোনওমতেই হাল্কাভাবে নিচ্ছে না। প্রতিপক্ষের প্রশংসা করে বলেন, ওরা ভাল দল। ওদের বোলাররা প্রতিনিয়ত আমাদের ব্যাটসম্যানদের ওপর চাপসৃষ্টি করে গিয়েছে। যা ঘটেছে, যা বাস্তব, তা স্বীকার করতেই হবে।
তবে, এই ম্যাচ থেকেও প্রাপ্তির ভাঁড়ার যে একেবারে শূন্য, তা-ও মানতে নারাজ অধিনায়ক। বলেন, এই টেস্টে নতুন কিছু শেখার একটা ভাল সুযোগ ছিল। প্রতিকূল পরিস্থিতিতে কেমন খেলাকে এগিয়ে নিয়ে যেতে হয়, তা এই ম্যাচ থেকে শিখেছি।
অন্যদিকে প্রতিপক্ষ অধিনায়ক অ্যালিস্টার কুক দলের পারফরম্যান্সে সন্তুষ্ট। তিনি মনে করেন, প্রথম টেস্টে প্রথম থেকেই ভারতকে চাপে ফেলতে তারা সক্ষম হয়েছেন। তাঁর আশা, এই চাপ সিরিজের বাকি টেস্টেও বজায় রাখবে তাঁর দল।
দলের ব্যাটিংয়ের প্রশংসা করে তিনি বলেন, ভারতের উইকেটে প্রথম ব্যাট করে ৫৩০ রান করলে, এমনিতেই অ্যাডভান্টেজ। পিচও খুব ভাল ছিল। পাশাপাশি, দলের বোলারদেরও প্রশংসা করেন কুক। বলেন, আমাদের বোলাররা ভারতকে সহজে রান করার সুযোগ করে দেয়নি।
এদিকে, টেস্ট ড্র হওয়ায় কুকের ইনিংস ছাড়ার সময় নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই মনে করছেন, ইংল্যান্ডের আরও আগে ডিক্লেয়ার করা উচিত ছিল। যদিও, সব সমালোচনা উড়িয়ে অধিনায়ক সাফ জানিয়ে দেন, তাঁরা ঠিক সময়ই ইনিংস ছেড়েছেন।