একদিনের ক্রিকেট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে তিনে নামলেন বিরাট, উন্নতি ধোনির
Web Desk, ABP Ananda | 27 Jan 2017 02:58 PM (IST)
দুবাই: আইসিসি র্যাঙ্কিংয়ে একদিনের ক্রিকেটে ব্যাটসম্যানদের তালিকায় তিন নম্বরে নেমে গেলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তবে প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির উন্নতি হয়েছে। তিনি এখন ১৩ নম্বরে আছেন। চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে থাকা রোহিত শর্মা তিন ধাপ পিছিয়ে এখন ১২ নম্বরে। যুগ্মভাবে ১৪ নম্বরে আছেন শিখর ধবন ও ইংল্যান্ডের জোশ বাটলার। একদিনের র্যাঙ্কিংয়ের প্রথম দশে ভারতের কোনও বোলারই নেই। তিন ধাপ নেমে ১২ নম্বরে আছেন অক্ষর পটেল। অমিত মিশ্র যুগ্মভাবে ১৪ নম্বরে আছেন। ভারতীয় দল তিন নম্বরেই আছে। পাকিস্তানের বিরুদ্ধে সদ্যসমাপ্ত সিরিজে অসাধারণ পারফরম্যান্স দেখানোর সুবাদে প্রথমবার একদিনের ক্রিকেটে ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার।