দুবাই: আইসিসি একদিনের র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকার শীর্ষে থাকা ভারতের অধিনায়ক বিরাট কোহলি নিজের জায়গা আরও দৃঢ় করলেন। তাঁর পয়েন্ট এখন ৯১১। এটাই তাঁর কেরিয়ারের সর্বোচ্চ পয়েন্ট। ১৯৯১ সালের মার্চে অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটসম্যান ডিন জোন্স ৯১৮ পয়েন্ট পেয়েছিলেন। তারপর এটাই কোনও ব্যাটসম্যানের অর্জন করা সর্বোচ্চ পয়েন্ট। ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে যথাক্রমে ৭৫, ৪৫ ও ৭১ রান করেন বিরাট। এই পারফরম্যান্সের ফলেই তাঁর পয়েন্ট বেড়েছে।
ভারতীয় দলের তরুণ স্পিনার কুলদীপ যাদবেরও র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। আন্তর্জাতিক কেরিয়ারে প্রথমবার একদিনের ফর্ম্যাটে বোলারদের তালিকার প্রথম দশে জায়গা পেয়েছেন তিনি। আট ধাপ উঠে তিনি এখন ৬ নম্বরে। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ৯ উইকেট নেন কুলদীপ। এই পারফরম্যান্সের জন্যই তাঁর র্যাঙ্কিংয়ে উন্নতি হল। এই তালিকার শীর্ষে ভারতের পেসার জসপ্রীত বুমরাহ।
একদিনের র্যাঙ্কিংয়ে কেরিয়ারের সর্বোচ্চ ৯১১ পয়েন্ট বিরাটের, ৬ নম্বরে উঠে এলেন কুলদীপ
Web Desk, ABP Ananda
Updated at:
18 Jul 2018 05:43 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -