অকল্যান্ড: পরপর সিরিজ খেলতে হচ্ছে, তার উপর দীর্ঘ বিমানযাত্রা। বিসিসিআই-এর সফরসূচি সংক্রান্ত পরিকল্পনা নিয়ে ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, ‘এমন পরিস্থিতি আসছে, একটি সিরিজ খেলার পরেই ক্রিকেটারদের অন্য সিরিজ খেলার জন্য সোজা স্টেডিয়ামেই বিমান থেকে নামতে হবে। দু’টি সিরিজের মধ্যে ব্যবধান এতটাই কমে গিয়েছে। যে দেশের সময় ভারতের চেয়ে সাড়ে সাত ঘণ্টা এগিয়ে, সেখানে গিয়েই সঙ্গে সঙ্গে মানিয়ে নেওয়া সহজ নয়। আশা করি ভবিষ্যতে এই বিষয়টি মাথায় রাখা হবে। তবে এ বছরই বিশ্বকাপ। ফলে প্রতিটি টি-২০ ম্যাচ গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য থেকে সরে গেলে চলবে না।’
রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে একদিনের সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ খেলে ভারত। সোমবারই নিউজিল্যান্ড উড়ে যান বিরাটরা। এই বিষয়টি নিয়েই ক্ষোভপ্রকাশ করেছেন ভারতের অধিনায়ক। বিসিসিআই কর্তারাও বিষয়টি নিয়ে ভাবছেন। এক বিসিসিআই আধিকারিক বলেছেন, ‘বিরাটের মতামত প্রকাশের পূর্ণ অধিকার আছে। তবে খেলোয়াড়দের স্বার্থের কথা মাথায় রেখেই সফরসূচি ঠিক করা হয়। বিশ্বকাপের পর ক্রিকেটারদের যতটা সম্ভব বিশ্রাম দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা ঘরের মাঠে সিরিজ খেলেছি। দীপাবলির সময় খেলা দেওয়া হয়নি। দলকে বেঙ্গালুরু থেকেই অকল্যান্ডে পাঠানো উপযুক্ত সিদ্ধান্ত ছিল বলেই মনে হয়েছে।’
সফরসূচির বিষয়ে অপর এক বিসিসিআই কর্তা বলেছেন, ‘কোহলি নিজের মতামত প্রকাশ করতেই পারে, কিন্তু আমরা একটি নির্দিষ্ট পন্থা মেনে কাজ করি। সংবাদমাধ্যমে মুখ খোলার বদলে বিসিসিআই সচিবের সঙ্গে কথা বলা যেত। প্রশাসক কমিটি যখন সিইও-র মাধ্যমে বিসিসিআই-এর কাজকর্ম পরিচালনা করত, তখন সমস্যা ছিল না?’
বিসিসিআই-এর সফরসূচি নিয়ে ক্ষুব্ধ বিরাট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Jan 2020 05:30 PM (IST)
রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে একদিনের সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ খেলে ভারত। সোমবারই নিউজিল্যান্ড উড়ে যান বিরাটরা।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -