নয়াদিল্লি: সোস্যাল মিডিয়ায় ভক্তের সমালোচনার জবাবে তাঁর প্রতিক্রিয়াকে কেন্দ্র করে বিতর্কের ঝড় ওঠার পর বিরাট কোহলি বললেন, তিনি বাছাইয়ের স্বাধীনতায় বিশ্বাসী। ভক্তদের বিষয়টি হাল্কা ভাবে নিতে বলেছেন ভারত অধিনায়ক।
গত বুধবার বিতর্ক হয় এক ভক্তের প্রতি বিরাটের অপ্রত্যাশিত কঠোর মন্তব্যে। সেই ভক্ত বলেছিলেন, তিনি মনে করেন, ব্যাটসম্যান বিরাট প্রাপ্যের চেয়ে বেশিই গুরুত্ব পান, বিশেষ কিছুই তাঁর মধ্যে নেই, ‘এইসব ভারতীয়র’ চেয়ে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের খেলা দেখতে বেশি ভাল লাগে তাঁর। ক্ষুব্ধ বিরাট তাঁকে ‘দেশ ছেড়ে চলে যেতে’ বলেন। সোস্যাল মিডিয়ায় বিরাটের এমন প্রতিক্রিয়ায় প্রবল সমালোচনা হয়। ট্রোলড হন তিনি। এবার ট্যুইট করে কার্যত ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করলেন বিরাট। লেখেন, অনুমান করি, ট্রোলিং আমার জন্য নয়। বন্ধুরা, আমি ট্রোলড হতে থাকব। ‘এই ভারতীয়রা’ কীভাবে ওই মন্তব্যে উল্লেখ করা হয়েছে, সে ব্যাপারে বলেছিলাম। ব্যাস। আমি বাছাইয়ের স্বাধীনতার পুরোপুরি পক্ষে। হাল্কা ভাবে বিষয়টা দেখুন, উত্সবের মরসুম উপভোগ করুন। সবাই ভালবাসা, শান্তিতে থাকুন।




বিরাট ওই ভক্তকে তীব্র আক্রমণাত্মক ভাষায় বলেছিলেন, ঠিক আছে, কেন ভারতে থেকে অন্য দেশের প্রতি প্রেম? তাহলে কেন এ দেশ ছেড়ে অন্যত্র গিয়ে থাকছেন না! আপনি আমায় পছন্দ করলেন কিনা, আমার মাথাব্যাথা নেই। কিন্তু মনে করি, আমাদের দেশে থেকে অন্যদের ভালবাসা উচিত নয়। আপনি কী করবেন, ঠিক করুন।
ধারাভাষ্যকার হর্ষ ভোগলেও সমালোচনা করেন বিরাটের। এর আগে বিসিসিআই-ও নাকি বিরাটের মন্তব্যে অসন্তুষ্ট হয়েছে বলে শোনা যায়। সংস্থার এক কর্তা বলেন, নির্বোধের মতো কথা এটা। ওর আরও সাবধানী হওয়া উচিত ছিল। ওর বোঝা উচিত, যে অর্থ ও উপার্জন করছে, সেটা ভারতীয় ভক্তরা আছেন বলেই। তবে নিজস্ব ফোরামে বা ব্যাবসা সংক্রান্ত উদ্যোগে করা হয়েছে ওই মন্তব্য। বিসিসিআইয়ের কোনও মঞ্চে করেনি।