মোনাকো: ভারতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফরে অধিনায়ক বিরাট কোহলির আগ্রাসী মানসিকতা নিয়ে নিজের মতামত জানালেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ ও। ইস্পাত কঠিন স্নায়ুর জন্য পরিচিত স্টিভ মনে করেছেন, দক্ষিণ আফ্রিকায় একটু বেশিই আগ্রাসন দেখিয়েছেন কোহলি। তবে ক্যারিশ্মাটিক নেতা হয়ে ওঠার পথে এটা একটা অংশ বলে মনে করছেন স্টিভ।
৫৮ দিনের দক্ষিণ আফ্রিকা সফরে টিম কোহলি দুরন্তভাবে কামব্যাক করেছে। প্রথম দুটি টেস্টে হেরে যাওয়ায় সিরিজ জয়ের স্বপ্ন ভেঙেছে। তবে শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ঘুরে দাঁড়ানোর পর আর পিছনে তাকাতে হয়নি ভারতকে। ৫-১ একদিনের সিরিজ ও ২-১ টি ২০ সিরিজ জিতেছে তারা। গোটা সফলে ব্যাট হাতে কোহলির সাফল্য বিশ্বের ক্রিকেট বিশেষক্ষদের নজর কেড়েছে। টেস্ট সিরিজে দু দলের একমাত্র ব্যাটসম্যান হিসেবে শতরান করেছিলেন তিনি। এরপর একদিনের সিরিজে তিনটি সেঞ্চুরি আসে তাঁর ব্যাট থেকে।
একটি বিশ্ব ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানের অবকাশে স্টিভ বলেছেন, দক্ষিণ আফ্রিকা সফরে তিনি কোহলিকে দেখেছেন। প্রয়োজনের তুলনায় একটু বেশি আগ্রাসন দেখিয়েছে কোহলি। আসলে একজন অধিনায়ক এভাবেই শেখে।
স্টিভ বলেছেন, অধিনায়ক হিসেবে এখনও গড়ে উঠছেন কোহলি। উচ্ছ্বাস ও আবেগের মতো বিষয়গুলির ওপর লাগাম টানতে কিছুটা সময় প্রয়োজন। কিন্তু কোহলি এভাবেই নিজের খেলাটা খেলে।
স্টিভ বলেছেন, কোহলিকে বুঝতে হবে যে, দলের সবাই ওর মতো খেলতে পারে না। আজিঙ্কা রাহানে ও চেতেশ্বর পূজারার মতো খেলোয়াড়রা খুবই শান্ত স্বভাবের। তাই কোহলির বোঝা দরকার যে, কিছু খেলোয়াড় আলাদা ধরনের হয়। কোনও কোনও সময়ে আগ্রাসনে রাশ টানতে হবে। আবার কখনও তা উঁচুগ্রামে তুলতে হবে। তাই কোন সময়ে কী করতে হবে, তা বুঝতে হবে কোহলিকে।
খেলোয়াড় হিসেবে কোহলির উচ্ছ্বসিত প্রশংসা করেছেন স্টিভ। তিনি বলেছেন, কোহলি এখন দারুণ নেতৃত্ব দিচ্ছে। নেতা হওযার প্রয়োজনীয় ক্যারিশ্মা ও এক্স ফ্যাক্টর ওর মধ্যে রয়েছে। ও চায়, টিমের বাকি সবাই ওকে অনুসরণ করুক। কোহলি চায়, দল সব সময় ইতিবাচক মানসিকতা নিয়ে খেলুক।
প্রাক্তন অসি অধিনায়ক আরও বলেছেন, গত কয়েক বছরে সমস্ত ফর্ম্যাটেই খুব ভালো খেলছে ভারত। কোহলি দলকে সমস্ত ফর্ম্যাটেই এক নম্বরে নিয়ে যেতে চায়। কিন্তু এখনকার দিনে এটা কঠিন কাজ।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের পর ভারতের নজর এখন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরের দিকে। আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারত ইংল্যান্ডে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। এরপর ২০১৮-১৯-এর গ্রীষ্মে অস্ট্রেলিয়া সফরে যাবে কোহলির দল।
অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারানো ভারতের পক্ষে সহজ হবে না বলেই মন্তব্য করেছেন স্টিভ। তিনি বলেছেন, যে সময়ে ভারত অস্ট্রেলিয়া সফরে আসবে তখন সেখানে চেনা পিচই পাবে। ওই পিচ ভারতীয় ব্যাটসম্যান ও স্পিনারদের পক্ষে অনুকূল হবে। কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াই ফেভারিট। যেমন ভারতে ফেভারিট ভারত।
দক্ষিণ আফ্রিকা সফরে একটু বেশিই আগ্রাসন দেখিয়েছেন কোহলি, অস্ট্রেলিয়া সফরে সাফল্য লাভ সহজ হবে না ভারতের :স্টিভ ও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Feb 2018 08:45 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -