রাঁচি: বেঙ্গালুরুতে দ্বিতীয় টেস্ট চলাকালীন ডিআরএস-এর ক্ষেত্রে প্রতারণার অভিযোগ খারিজ করে দিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। তাঁর দাবি, ভারতের অধিনায়ক বিরাট কোহলি যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ ভুয়ো।
বিতর্কের আবহেই কাল থেকে রাঁচিতে শুরু হচ্ছে তৃতীয় টেস্ট। তার আগে আজ সাংবাদিক সম্মেলেন স্মিথ বলেছেন, ‘আমার দৃষ্টিকোণ থেকে কোহলি ভুল কথা বলছে। আমি অবশ্যই ম্যাচের পর ভুল স্বীকার করেছি। আমি বলেছি, সেই সময় মাথা কাজ করছিল না। কিন্তু একাধিকবার ডিআরএস নেওয়ার আগে ড্রেসিংরুমের দিকে তাকানোর অভিযোগ ভুয়ো। কোহলি ভুল বিবৃতি দিয়েছে।’
ভারতের অধিনায়ক বলেছেন, বেঙ্গালুরু টেস্টের পর স্মিথের বিরুদ্ধে যে অভিযোগ করেছিলেন, তার জন্য তিনি দুঃখিত নন। তবে এখন সামনের দিকে তাকাতে চান। স্মিথও একই কথা বলছেন। তাঁর মতে, এই সিরিজে দারুণ খেলা হচ্ছে। শেষপর্যন্ত ক্রিকেটেরই জয় হবে। তিনি ম্যাচ রেফারি রিচি রিডার্ডসন ও আম্পায়ারদের সঙ্গে কথা বলেছেন। বিশ্বের এক ও দু নম্বর দলের খেলা ভালভাবেই শেষ হবে বলে তাঁর আশা।
ডিআরএস বিতর্কে কোহলির অভিযোগ ভুয়ো, দাবি স্মিথের
Web Desk, ABP Ananda
Updated at:
15 Mar 2017 04:20 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -