অ্যান্টিগা: তাঁর নামাঙ্কিত স্টেডিয়ামে ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলির ইনিংসের প্রশংসায় পঞ্চমুখ ক্যারিবিয়ান কিংবদন্তি ভিভিয়ান রিচার্ডস।
বিসিসিআই-এর ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে ভিভ বলেছেন, ‘কোহলি অসাধারণ ইনিংস খেলেছে। এই মাঠে দ্বিশতরান করা মোটেই সহজ নয়। কোহলি দারুণ কৃতিত্ব অর্জন করেছে। আমি হোটেলে ওর সঙ্গে দেখা করে শুভেচ্ছা জানিয়েছিলাম। কিন্তু ও ডাবল সেঞ্চুরি করবে সেটা ভাবতে পারিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কোহলি এই ইনিংস খেললেও, একজন ব্যাটসম্যান হিসেবে আমার খেলা দেখতে খুব ভাল লেগেছে। ভাল মানের ইনিংসের প্রশংসা আমি সবসময়ই করি। কোহলির ইনিংসটা সেরকমই ছিল।’
ভিভ আরও বলেছেন, অ্যান্টিগার দর্শকরা ভাল ইনিংসের প্রশংসা করেন। কোহলির এই ইনিংস দেখে তাঁদের ভাল লেগেছে। ভিভ এই প্রথম মাঠে বসে কোহলির শতরান দেখলেন। তিনি এই ইনিংস উপভোগ করেছেন।
কোহলির ইনিংসের প্রশংসায় ভিভ রিচার্ডস
Web Desk, ABP Ananda
Updated at:
23 Jul 2016 03:08 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -