নয়াদিল্লি:  এবারের আইপিএলে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি খেলতে পারবেন কিনা, তা চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের আগে জানা যাবে না। বিসিসিআই সূত্রে বলা হয়েছে, কাঁধের চোট সারাতে রিহ্যাবে যাচ্ছেন কোহলি। চোট কাটিয়ে সেরে উঠছেন কিনা, তা এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে পর্যালোচনা করে দেখা হবে। সেই পর্যালোচনা থেকেই জানা যেতে পারে, বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের অধিনায়ক এবারের আইপিএলে খেলতে পারবেন কিনা। উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচে রাঁচিতে কাঁধে চোট পেয়েছিলেন কোহলি। এজন্য ধর্মশালায় শেষ টেস্টে খেলতে পারেননি তিনি। এবারের আইপিএলের শুরুর দিকে ভারতীয় দলের প্রথমসারির বেশ কয়েকজন ক্রিকেটারকে দেখা যাবে না। একটানা ঘরোয়া মরশুমে খেলার পর তাঁদের কাউকে কাউকে বিশ্রাম দেওয়া হয়েছে। আগামী জুনে ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা হবে। ওই টুর্নামেন্টের জন্য ওই ক্রিকেটাররা সম্পূর্ণ ফিট থাকতে পারেন, সেজন্য তাঁদের কিছুদিনের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে। ২০১৩-তে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন আইপিএলের কোনও ম্যাচই খেলবেন না। স্পোর্টস হার্নিয়ার ফলে আইপিএল-এ রাইজিং পুণে সুপারজায়ান্টসের হয়ে খেলতে পারবেন না অশ্বিন। ১ জুন থেকে শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে কোনও ঝুঁকি নিতে নারাজ অশ্বিন। লোকেশ রাহুল ও মুরলী বিজয়ের কাঁধে চোট। তাঁদের অস্ত্রোপচার হবে বলে জানা গিয়েছে। সেই কারণেই এই দুই ব্যাটসম্যান আইপিএল-এ খেলতে পারবেন না। কলকাতা নাইট রাইডার্স প্রথম কয়েকটি ম্যাচে পাচ্ছে না পেসার উমেশ যাদবকে। গুজরাত লায়ন্সের অধিনায়ক রবীন্দ্র জাদেজাও শুরুর কয়েকটি ম্যাচ খেলবেন না। তাঁদের তরতাজা হয়ে ওঠার জন্য বিশ্রাম দেওয়া হয়েছে।