সোল: ব্যাডমিন্টনে ফের সাফল্য ভারতের ঝুলিতে। রবিবার পুরুষ ডাবলসের ফাইনালে ইন্দোনেশিয়ান জুটি ফজর আলফিয়ান ও মহম্মদ রিয়ান আর্দিয়ান্তোকে ১৭-২১, ২১-১৩, ২১-১৪ ব্যবধানে হারিয়ে কোরিয়া ওপেন জয়ী ভারতের চিরাগ-সাত্বিক জুটি। পেশাদার ব্যাডমিন্টন সার্কিটে পুরুষদের ডবলসে ফের ভারতকে বড় সাফল্য এনে দিলেন এই ২ ব্যাডমিন্টন তারকা। ১৭-২১, ২১-১৩, ২১-১৪ ব্যবধানে চিরাগ-সাত্বিক হারিয়ে দিলেন বিশ্বের এক নম্বর ও টুর্নামেন্টের শীর্ষবাছাই জুটি ফাজার আলফিয়ান-মহম্মদ রিয়ান আরদিয়ান্তোকে। 

 

ম্যাচের শুরুতে যদিও পিছিয়ে পড়েছিল ভারতীয় জুটি। প্রথম গেমে হেরে যান তারা। কিন্তু পরের দুটো গেমে একবারের জন্যও প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি পুলেল্লা গোপীচাঁদের ২ ছাত্র। চলতি বছর সাত্বিক-চিরাগদের ঝুলিতে চলে এল তৃতীয় খেতাব। সুইস ওপেন, ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপ ও ইন্দোনেশিয়া ওপেন জিতে ফেললেন বিশ্বের তিন নম্বর জুটি। গত এপ্রিলে দেশের প্রথম ডাবলস জুটি হিসেবে সাত্ত্বিকসাইরাজ-চিরাগ সোনা জিতেছিলেন ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপে। এরপর ইন্দোনেশিয়ান ওপেনও জিতেছিলেন তাঁরা। 

 

ভারতীয় ব্যাডমিন্টন জগতের অন্যতম সেরা মুখ এই মুহূর্তে চিরাগ ও সাত্বিক। ২ জনেই দেশের হয়ে অসংখ্য খেতাব জিতেই চলেছে প্রতিনিয়ত। এদিনের ম্যাচে আন্ডারডগ হিসেবেই যদিও নেমেছিল ২ জন। কিন্তু শেষ হাসি হাসেন তাঁরাই।

 

এশিয়ান গেমসে খেলতে পারে ভারত


আসন্ন এশিয়ান গেমসে অংশগ্রহণ করার পথে আরও কয়েকধাপ এগিয়ে গেল ভারতীয় ফুটবল দল।  সবকিছু ঠিকঠাক থাকলে টুর্নামেন্টে খেলতে দেখা যাবে সুনীল ছেত্রীর নেতৃত্বাধীন ভারতীয় দলকে। এশিয়ান গেমসে আদৌ ভারতীয় দল অংশ নিতে পারবে কি না তা নিয়ে কিছুটা অনিশ্চিয়তা তৈরি হয়েছিল। বিশেষ করে ইন্টারকন্টিনেন্টাল কাপ, সাফ চ্যাম্পিয়নশিপে জয়ের পর ভারতীয় দলকে এশিয়ান গেমসের মঞ্চে দেখতে না পাওয়া গেল অনেকেই আশাহত, মর্মাহত হতেন। অবশেষে কেন্দ্রের তরফে সবুজ সংকেত মিলেছে।


এশিয়ান গেমসে ভারতীয় ফুটবল দলকে খেলতে দেওয়া হবে না, এমন সিদ্ধান্তই নিয়েছিল আইওসি। প্রথমে ঠিক ছিল যে এশিয়ার দলগুলোর মধ্য়ে প্রথম আটে থাকতে পারলেই নাকি সুযোগ মিলবে টুর্নামেন্টে খেলতে নামার। দুদিন আগেই ফিফা ক্রমতালিকায় ৯৯ নম্বরে উঠে এসেছে ভারত। এরপরই সর্বভারতীয় ফুটবল সংস্থার সভাপতি কল্যাণ চৌবে চেষ্টা করছিলেন যাতে আগামী বছর এশিয়া কাপের আগে এশিয়ান গেমসে ভারতীয় দল মাঠে নামতে পারেন। নিজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিও লিখেছিলেন ও টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য অনুরোধও জানিয়েছিলেন কোচ ইগর স্তিমাচ।