নয়াদিল্লি: কলকাতার আশা পূরণ হল না। ইডেন নয়, আইপিএল-এর এলিমিনেটর ও দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ পাচ্ছে দিল্লির ফিরোজ শাহ কোটলা৷ আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠকের পর আজ একথা জানিয়ে দিলেন আইপিএলের চেয়ারম্যান রাজীব শুক্ল৷ পাশাপাশি, বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে, মুম্বই ও পুণে দু’দলেরই হোম ভেন্যু হবে বিশাখাপত্তনম৷ কিংস ইলেভেন পঞ্জাব তাদের সব হোম ম্যাচ মোহালিতেই খেলবে। খরা কবলিত মহারাষ্ট্র থেকে ৩০ এপ্রিলের পর সবকটি ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেয় বম্বে হাইকোর্ট৷ হাইকোর্টের সেই নির্দেশই বহাল রাখে সুপ্রিম কোর্ট৷ তারপরই আজ গভর্নিং কাউন্সিলের বৈঠকে বিকল্প ভেন্যু চূড়ান্ত হল৷ মনে করা হচ্ছিল কলকাতা এলিমিনেটর ও সেকেন্ড কোয়ালিফায়ার ম্যাচের দায়িত্ব পাবে। কিন্তু ইডেনে ম্যাচ না দেওয়ার কারণ হিসেবে শুক্ল বলেছেন, কেকেআর-এর শেষ হোম ম্যাচ ২২ মে। তারপর কোয়ালিফায়ারের আগে পর্যাপ্ত সময় পাওয়া যাবে না। ম্যাচ আয়োজন ও সম্প্রচারের ব্যবস্থা করা কঠিন হবে। সেই কারণেই কলকাতা থেকে ম্যাচ সরিয়ে নেওয়া হল। জয়পুরে এই ম্যাচ আয়োজন করার ইচ্ছা ছিল বিসিসিআই-এর। কিন্তু আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। ৩ মে সেই মামলার শুনানি হওয়ার কথা। সেই কারণেই দিল্লিতে ম্যাচ দেওয়া হল।