বঢোদরা: একাধিক অশ্লীল ট্যুইট। তারপর বিটকয়েনকে সমর্থন করে ট্যুইট!


আচমকাই হুলুস্থুল বেঁধে গেল ক্রুণাল পাণ্ড্যকে (Krunal Pandya) নিয়ে। হ্যাক হয়ে গিয়েছিল ভারতীয় ক্রিকেটার (Team India) ক্রুণাল পাণ্ড্যের ট্যুইটার হ্যান্ডল। বৃহস্পতিবার সকালে তাঁর অ্যাকাউন্ট থেকে বিটকয়েনের সমর্থনে ট্যুইট করা হয়। ক্রুণালের ট্যুইটারে লেখা হয়, তিনি নাকি বিটকয়েনের পরিবর্তে নিজের অ্যাকাউন্ট বিক্রি করতে রাজি। এর পর একটি লিঙ্কও পোস্ট করা হয়।


নিজের অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে বুঝতে পেরেই ক্রুণাল তৎক্ষণাৎ তা রিপোর্ট করেন। কিছুক্ষণের মধ্যেই ট্যুইটার কর্তৃপক্ষ তা ঠিক করে দেন। কিছুক্ষণ পরে ট্যুইটগুলি মুছেও ফেলা হয়।


বিটকয়েনের জালিয়াতদের দ্বারা অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনা নতুন কিছু নয়। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ট্যুইটার হ্যান্ডলও কিছুক্ষণের জন্য হ্যাক করে নিয়েছিল জালিয়াতরা। ২০২০ সালে অন্তত ১০০ জন খ্যাতনামার ট্যুইটার হ্যান্ডল হ্যাক করা হয়েছিল।


সকাল থেকে পর পর ১০টি ট্যুইট করা হয় ক্রুণালের হ্যান্ডল থেকে। তবে খুব তাড়াতাড়ি ক্রুণালের অ্যাকাউন্টটি হ্যাকারের কবল থেকে উদ্ধার করা হয়। এখন ক্রুণালের ট্যুইটার দেখলে সেই বিতর্কিত পোস্টগুলি দেখা যাচ্ছে না। তবে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে হ্যাকারের করা টুইটের স্ক্রিনশটগুলি। সেখানে কোনও ট্যুইটে লেখা হয়েছে, ‘আমি তোমাকে পছন্দ করি উজি লন্ডন’। আবার কোনও ট্যুইটে লেখা, ‘বিটকয়েনের বিনিময়ে এই অ্যাকাউন্ট বিক্রি রয়েছে।’ ‘আমাকে বিটকয়েন পাঠাও।’


আরও পড়ুন: টি-টোয়েন্টি দল থেকে ৬ মাসের বিরতি, তামিম ফিরবেন কি আর?


গত বছর ডিসেম্বরে বিজয় হাজারে ট্রফিতে শেষ বার খেলেছেন ক্রুণাল। পুরো টুর্নামেন্টে ১১৮ রান করেছেন তিনি এবং বল হাতে ৭টি উইকেট পেয়েছিলেন। ভারতের জার্সিতে তিনি ৫টি একদিনের ম্যাচ ও ১৯টি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন। আইপিএলে তিনি গত বছরও মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছিলেন। তবে এ বার তাঁকে ছেড়ে দিয়েছে রোহিতের মুম্বই। ফলে আসন্ন নিলামে কোন দল ক্রুণালকে কেনে সে দিকে নজর রয়েছে সকলেরই।