কলকাতা: ভারতের সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়ক ঘোষিত হয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। সহ-অধিনায়ক কে এল রাহুল (KL Rahul)। টেস্ট দলের অধিনায়ক হবেন কে? দৌড়ে ফেভারিট রোহিত ও রাহুলই। তবে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। বিরাট কোহলির টেস্ট অধিনায়ক হিসেবে পদত্যাগের পর থেকেই পরবর্তী অধিনায়ক হিসেবে কাকে বাছাই করা হবে, সেই নিয়ে জল্পনা চলছে।


এরই মধ্যে মহম্মদ শামি সাফ জানিয়ে দিলেন, সুযোগ পেলে তিনি ভারতীয় অধিনায়ক হতে প্রস্তুত। এক সাক্ষাৎকারে শামি বলেন, ‘সত্যি বলতে আমি অধিনায়কত্বের বিষয়ে কিছু ভাবছি না এখন। সব ধরনের দায়িত্ব নিতে প্রস্তুত আমি। ভারতীয় দলের অধিনায়ক হতে কে না চায়। তবে যে কোনও উপায়ে আমি দলের নিজের অবদান দিতে প্রস্তুত।’


বিরাট কোহলি ভারতের টেস্ট দলের অধিনায়কত্ব থেকেও সরে দাঁড়ানোর পর এখন প্রশ্ন, সেই জায়গা আসবেন কে? এই দৌড়ে সকলের চেয়ে এগিয়ে রোহিত শর্মা। কে এল রাহুল, ঋষভ পন্থের নামও শোনা যাচ্ছে। এ বার মহম্মদ শামি জানিয়ে দিলেন, তিনিও তৈরি।


দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজের দলে ছিলেন না শামি। এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি এক দিনের ম্যাচ ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচেও তিনি দলে নেই। শামির বক্তব্য, ‘‘সব ধরনের ক্রিকেটেই খেলার জন্য আমি প্রস্তুত। তার জন্য আমি মুখিয়ে আছি।’’


কয়েকদিন আগে যশপ্রীত বুমরা জানিয়েছিলেন যে, অধিনায়কত্বের গুরুদায়িত্ব পেলে তিনি প্রস্তুত। বুমরার বোলিং পার্টনার, জাতীয় দলের আরেক তারকা মহম্মদ শামিও (Mohammed Shami) জানিয়ে দিলেন, তিনিও সুযোগ পেলে তৈরি। শামি বলেছেন, "আমি এই মুহূর্তে অধিনায়কত্ব নিয়ে খুব একটা ভাবিত নই। তবে আমাকে যে কোনও দায়িত্ব দেওয়া হলে তা পালন করার জন্য আমি প্রস্তুত।"


ডার্বি হেরে চ্যাম্পিয়ন হলেও সমর্থকদের কটাক্ষ শুনতে হয়, বলছেন মোহনবাগান অধিনায়ক