মুম্বই: রোহিত শর্মা (Rohit Sharma) নেটে ব্যাটিং শুরু করে দিয়েছেন। ওয়াকিবহাল মহল মনে করছে, রোহিত শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের আগে পুরোপুরি ফিট হয়ে উঠবেন। যে কারণে ৩ জানুয়ারি থেকে শুরু হতে চলা টি-টোয়েন্টি সিরিজ না খেললেও, ওয়ান ডে সিরিজের দলে নাম রয়েছে তাঁর। তবে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে কে এল রাহুল ও বিরাট কোহলিকে। যদিও এ নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। সূত্রের খবর, দুজনের কেউই বিরতি চাননি। তবে নির্বাচকেরা মনে করেছেন, তাঁদের বিরতি প্রয়োজন।
যশপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) ফিট ঘোষণা করা হয়েছিল। তবে নির্বাচকেরা তাঁকে নিয়ে তাড়াহুড়ো করতে রাজি নন। তাঁরা বুমরার জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করতে চান। আন্তর্জাতিক ক্রিকেটে বুমরাকে ফেরানোর আগে তাঁকে ম্যাচ ফিট করে তুলতে চায় বোর্ড।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে শক্তি বৃদ্ধি এবং কন্ডিশনিংয়ের জন্য ঋষভ পন্থকে (Rishabh Pant) বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পাঠানো হয়েছে। টিম ম্যানেজমেন্ট মনে করে, টেস্টে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে এবং এই বছর ৪৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলার পর তাঁর এই বিরতির প্রয়োজন রয়েছে। প্রসঙ্গত, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার যোগ্যতা অর্জন করতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার টেস্টের মধ্যে তিনটিতে জিততেই হবে ভারতকে।
ডমিঙ্গোর পদত্যাগ
আচমকা পদত্যাগ করলেন বাংলাদেশ ক্রিকেট দলের (Bangladesh Cricket Team) হেড কোচ রাসেল ডমিঙ্গো (Russell Domingo)। সম্প্রতি ভারতকে ওয়ান ডে সিরিজে হারিয়েছিল বাংলাদেশ। তবে টেস্ট সিরিজে লড়াই করলেও ভারতের কাছে ২-০ ব্যবধানে হারতে হয়েছে শাকিব আল হাসানদের। তারপরই ইস্তফা দিলেন শাকিব-লিটন দাসদের কোচ।
সদ্যসমাপ্ত মীরপুর টেস্ট শেষ হওয়ার পরপরই বড়দিনের ছুটি নিয়ে দক্ষিণ আফ্রিকা চলে গিয়েছিলেন ডমিঙ্গো। সেখান থেকে মঙ্গলবার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি।
ভারতের বিরুদ্ধে মীরপুর টেস্ট শেষ হওয়ার দিনই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ইঙ্গিত দিয়েছিলেন, জাতীয় দলের কোচিং স্টাফে পরিবর্তন আসতে পারে। পরের দিন সেটি স্বীকার করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। যদিও হেড কোচ পদ ছাড়তে পারেন, সেটি তখন বলেননি তাঁরা। তবে জালাল ইউনুসের কথায় অনেকটাই পরিষ্কার হয়ে যায়, ডমিঙ্গো আর থাকছেন না। তিনি বলেছিলেন, 'আমাদের এমন কোচ দরকার, দলের ওপর যাঁর প্রভাব থাকবে।’
ওয়ান ডে বিশ্বকাপে ব্যর্থতার জেরে ২০১৯ সালের সেপ্টেম্বরে স্টিভ রোডসকে ছাঁটাই করে রাসেল ডমিঙ্গোকে হেড কোচ হিসেবে দায়িত্ব বুঝিয়ে দিয়েছিল বিসিবি। তাঁর অধীনে ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতে বাংলাদেশ। প্রথমবারের মতো টেস্ট জেতে নিউজিল্যান্ডের মাটিতে, দক্ষিণ আফ্রিকার মাটিতে জেতে ওয়ান ডে সিরিজ। সম্প্রতি ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজও জেতে বাংলাদেশ।
আরও পড়ুন: ধোনির মেয়ের জন্য উপহার পাঠালেন মেসি! সোশ্যাল মিডিয়ায় জানাল ছোট্ট জিভা