কলকাতা: কোহলি-কুম্বলের বিষয়টি আরও ভালভাবে সমাধান করা যেতে পারত। কোচ-ক্যাপ্টেন কাজিয়া প্রকাশ্যে আসা নিয়ে মন্তব্য প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের।
কুম্বলে বনাম কোহলি ইস্যুতে এতদিন ধরে বারবারই ডিফেন্সিভ ছিলেন তিনি। লন্ডন থেকে কলকাতায় ফেরার পরও বিষয়টি এড়িয়ে গিয়েছেন সযত্নে। অবশেষে মঙ্গলবার কোচ-ক্যাপ্টেন কাজিয়া নিয়ে ফ্রন্টফুটে সৌরভ।
বিসিসিআইয়ের পরামর্শদাতা কমিটির অন্যতম সদস্য সৌরভ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, আরও ভালভাবে কোহলি-কুম্বলের সমস্যাটি সমাধান করা যেত! বললেন, কুম্বলে-কোহলি ইস্যু আরও ভালভাবে সমাধান করা যেতে পারত। যে দায়িত্বে ছিলেন, তাঁর আরও ভালভাবে সমাধান করা উচিত ছিল। ঠিকভাবে সমাধান হয়নি।
গত বছর সৌরভ-সচিন-লক্ষ্মণরা কোচ হিসেবে বেছে নিয়েছিলেন অনিল কুম্বলেকে। রবি শাস্ত্রীকে সরিয়ে নতুন কোচ বাছায়, সৌরভ-শাস্ত্রী কাজিয়া নতুন মোড় নিয়েছিল। ১ বছরেই বদলেছে পট।
ফের কোচের পদের জন্য আবেদন করতে চলেছেন রবি শাস্ত্রী। যা নিয়ে ফের আলোচনা করতে হবে সৌরভদের। কোচের লড়াইয়ে রবি শাস্ত্রী ফের আসায়, সৌরভের মন্তব্য, যে কেউ আবেদন করতেই পারেন।
এবার অবশ্য কোচ বাছাই ঘিরে সাবধানী পদক্ষেপ নিতে চলেছে বিসিসিআইয়ের অ্যাডভাইসারি কমিটি।