মোহালি: বিরাট কোহলির বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ সরাসরি খারিজ করে দিলেন ভারতীয় দলের কোচ অনিল কুম্বলে। এ ধরনের গল্পকথায় কোনও ইন্ধন জোগাতে তাঁর আগ্রহ নেই বলে সাফ জানালেন জাম্বো।
উল্লেখ্য, বিশাখাপত্তনম টেস্টে ইংল্যান্ডের হারের পর ভারতের অধিনায়ক বিরাট কোহলির বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ আনে একটি ব্রিটিশ ট্যাবলয়েড। একটি ফুটেজ দেখিয়ে তারা অভিযোগ করে, রাজকোটে চলতি সিরিজের প্রথম টেস্টে বল বিকৃত করেছিলেন কোহলি। মিষ্টিজাতীয় কোনও দ্রব্য মিশ্রিত থুতু মুখ থেকে আঙুলে ঘষে বলের ঔজ্জ্বল্য কোহলি বাড়ানোর চেষ্টা করেছিলেন বলে তাদের অভিযোগ।
কোহলির বিরুদ্ধে অবশ্য ইংল্যান্ড দল বা ম্যাচ রেফারির পক্ষ থেকে কোনও অভিযোগ জানানো হয়নি। এ ধরনের অভিযোগ, আইসিসি-র নিয়ম অনুযায়ী, পাঁচ দিনের মধ্যে করতে হয়। কিন্তু বিশাখাপত্তনমে কুক বাহিনীর হারের পর কোহলির বিরুদ্ধে অভিযোগ তোলে ব্রিটিশ সংবাদমাধ্যম। আইসিসি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, এই অভিযোগ নিয়ে তদন্তের কোনও সম্ভাবনাই নেই।
এই অভিযোগ প্রসঙ্গ প্রশ্ন করা হলে কুম্বলে বলেছেন, এ ধরনের কোনও মিডিয়া রিপোর্ট নিয়ে তিনি মন্তব্য করতে চান না। তাছাড়া, ম্যাচ রেফারি বা আম্পায়ার কেউ তো কিছু বলেননি। কাজেই এ ধরনের অভিযোগের কোনও ভিত্তিই নেই।
কুম্বলে স্পষ্ট ভাষায় জানিয়েছেন, টিমের কোনও ক্রিকেটারই এ ধরনের কাজ করে না।
কুম্বলে অবশ্য এ প্রসঙ্গ খোঁচা দিতেও ছাড়েননি। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডুপ্লেসির বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগের প্রসঙ্গ তুলে বলেছেন, তিলকে তাল করা হচ্ছে। কুম্বলে বলেছেন, দক্ষিণ আফ্রিকা দুরন্ত ক্রিকেট খেলে অস্ট্রেলিয়াকে ২-০ তে হারিয়েছে। তারপর ডুপ্লেসির বিরুদ্ধে যদি বল বিকৃতির অভিযোগ তোলা হয়, তা বোকামো ছাড়া কিছু নয়।
কোহলির বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ খারিজ কুম্বলের
ABP Ananda, web desk
Updated at:
24 Nov 2016 05:12 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -