আবু ধাবি: আইপিএল-এ আজ কিংস ইলেভেন পঞ্জাবের মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স। চলতি আইপিএল-এ পঞ্জাব ও মুম্বই আজ তৃতীয় ম্যাচ খেলতে নামছে। দুই দলই এখনও পর্যন্ত মাত্র একটি ম্যাচ জিততে পেরেছে। দু’দলই গত ম্যাচে হেরে গিয়েছে। ফলে আজ রোহিত শর্মা ও কে এল রাহুল, দু’জনের দলের কাছেই ঘুরে দাঁড়ানোর লড়াই। মুম্বইয়ের মতোই পঞ্জাবেরও ব্যাটিং-বোলিং, দুই বিভাগই শক্তিশালী। দু’টি দলেই ভারসাম্য আছে। ফলে আজ জমজমাট লড়াইয়ের আশায় ক্রিকেটপ্রেমীরা।


পঞ্জাবের ব্যাটিং বিভাগে প্রধান ভরসা অধিনায়ক রাহুল ও অপর ওপেনার ময়ঙ্ক অগ্রবাল। তাঁদের পাশাপাশি আছেন গ্লেন ম্যাক্সওয়েল, নিকোলাস পুরান, করুণ নায়াররা। বোলিং বিভাগে ভরসা মহম্মদ শামি, শেল্ডন কট্রেল, রবি বিষ্ণোইরা।

অন্যদিকে, মুম্বইয়ের ব্যাটিং বিভাগে ভরসা অধিনায়ক রোহিত, কুইন্টন ডি কক, হার্দিক পাণ্ড্য, কাইরন পোলার্ড, ঈশান কিষাণ, সৌরভ তিওয়ারিরা। বোলিং বিভাগে ভরসা জসপ্রীত বুমরাহ, ট্রেন্ট বোল্ট, জেমস প্যাটিনসন, রাহুল চাহার, ক্রুণাল পাণ্ড্যরা।

আইপিএল-এ এখনও পর্যন্ত ২৪বার মুখোমুখি হয়েছে মুম্বই ও পঞ্জাব। তার মধ্যে ১৩টি ম্যাচ জিতেছে মুম্বই এবং ১১টি ম্যাচ জিতেছে পঞ্জাব। দু’দলের শেষ পাঁচটি ম্যাচের মধ্যে তিনটিই জিতেছে মুম্বই। ফলে পরিসংখ্যান রোহিতদের পক্ষে। আজই প্রথম সংযুক্ত আরব আমিরশাহিতে মুখোমুখি হচ্ছে দু’দল। ফলে সম্পূর্ণ ভিন্ন পরিবেশ-পরিস্থিতিতে আজ নতুন লড়াই।

মুম্বইয়ের হয়ে পঞ্জাবের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করার রেকর্ড রয়েছে পোলার্ডের (৪১৭) দখলে। অন্যদিকে, পঞ্জাবের হয়ে মুম্বইয়ের বিরুদ্ধে সবচেয়ে বেশি রানের রেকর্ড শন মার্শের (৫২৬) দখলে। পঞ্জাবের হয়ে মুম্বইয়ের বিরুদ্ধে একটি ম্যাচে সবচেয়ে বেশি রান হাশিম আমলার (১০৪ অপরাজিত)। অন্যদিকে, মুম্বইয়ের হয়ে পঞ্জাবের বিরুদ্ধে একটি ম্যাচে সবচেয়ে বেশি রান লেন্ডল সিমন্সের (১০০ অপরাজিত)। একটি ম্যাচে মুম্বইয়ের সবচেয়ে বেশি রান ৬ উইকেটে ২২৩। একটি ম্যাচে পঞ্জাবের সবচেয়ে বেশি রান ৩ উইকেটে ২৩০।

পঞ্জাবের হয়ে মুম্বইয়ের বিরুদ্ধে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড পীযূষ চাওলার (১৫)। মুম্বইয়ের হয়ে পঞ্জাবের বিরুদ্ধে সবচেয়ে বেশি উইকেট লসিথ মালিঙ্গার (২২)। পঞ্জাবের হয়ে একটি ম্যাচে সেরা বোলিং মার্কাস স্টোইনিসের (১৫ রানে ৪ উইকেট)। অন্যদিকে, মুম্বইয়ের হয়ে পঞ্জাবের বিরুদ্ধে একটি ম্যাচে সেরা বোলিং মুনাফ পটেলের (২১ রানে ৫ উইকেট)।