নয়াদিল্লি: বর্তমান বিশ্বের সর্বসেরা ফুটবলারদের মধ্যে কিলিয়ান এমবাপের (Kylian Mbappe) একেবারে শীর্ষের দিকে থাকবে। মাত্র ২৪ বছর বয়সি এমবাপে ইতিমধ্যেই বিশ্বকাপ জয় থেকে বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করার মতো একাধিক কৃতিত্ব গড়ে ফেলেছেন। নিজের কেরিয়ারের একেবারে সেরা সময়ে রয়েছেন ফরাসি স্ট্রাইকার। তবে তাঁর ভবিষ্যৎ নিয়ে জল্পনা কল্পনা অব্যাহত।


এমবাপে বর্তমানে প্যারিস সঁ জরমেঁর (Paris Saint-Germain) সঙ্গে চুক্তিবদ্ধ হলেও, তাঁর প্যারিসের ক্লাবের সঙ্গে আর মাত্র এক বছরের চুক্তি বাকি রয়েছে। সেই চুক্তি আরও এক বছর বাড়ানোর বিকল্প রয়েছে বটে। তবে এমবাপে এই চুক্তি এখনও সই করেননি। বহুদিন ধরেই এমবাপের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া নিয়ে গুঞ্জন চলছে। তাঁর চুক্তি শেষ হয়ে গেলে তিনি কিন্তু ফ্রি ট্রান্সফারে যে কোনও ক্লাবে যোগ দিতে পারবেন। পিএসজি তাঁকে নিজেদের ক্লাবে রাখতে আগ্রহী বটে। তবে তাঁরা কোনওভাবেই এমবাপের মতো তারকা বিনা ট্রান্সফার ফিতে অন্য ক্লাবে যোগ দিন, তা চায় না। সেই কারণেই তাঁকে সিদ্ধান্ত নেওয়ার জন্য সময়সীমা বেঁধে দিলেন পিএসজি সভাপতি আল খেলাফি (Nasser Al-Khelaifi)।


আল খেলাফি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, 'কিলিয়ান এমবাপেকে পরের সপ্তাহ বা সর্বাধিক দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। এর থেকে বেশি সময় ওকে দেওয়া যাবে না। ও যদি নতুন চুক্তি স্বাক্ষর করতে না পারে, তাহলে দরজা খোলা রয়েছে। ক্লাবের থেকে বড় কেউ না, আমিও না। আমরা তো এমবাপের সঙ্গে মৌখিক চুক্তি করেছিলাম। তাইজন্য এতটা হতাশ। আমার চাই ও থাকুক, তবে ফ্রিতে কোনওভাবেই ওকে যেতে দেওয়া যাবে না। খুব সহজ বিষয়। কোনও পরিস্থিতিতেই ও ফ্রিতে অন্য ক্লাবে যাবে না।' 


গত মরশুমে এমবাপে অনেক টালবাহানার পর পিএসজির সঙ্গেই চুক্তি স্বাক্ষর করেন। রিয়াল মাদ্রিদ তখনও এমবাপেকে দলে নিতে তৎপর ছিল। তবে তিনি লস ব্লাঙ্কোসের হয়ে সই করার বদলে প্যারিসেই মেসিনেমারের সঙ্গে খেলতে আগ্রহ প্রকাশ করেন। এই মহাতারকা ত্রয়ী পিএসজিকে লিগ খেতাব এনে দিলেও, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিততে ব্যর্থ হন। এক মরশুম পরেই ফের এমবাপের ক্লাব ছাড়া নিয়ে জল্পনা শুরু। তবে রিয়াল এ মরশুমে জুড বেলিংহ্যামকে দলে নিয়েছে। তারপর তাঁরা বিরাট মূল্যে এমবাপেকে আবার দলে নিতে আগ্রহী হবে কি না, সেই নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: বাড়িতে ক্যাকটাস কিংবা ভাঙা তালা রেখেছেন? দুর্ভাগ্য ডেকে আনছেন না তো?