নয়াদিল্লি: রাজস্থান ক্রিকেট সংস্থা (আরসিএ) থেকে সরে দাঁড়ালেন বিতর্কিত প্রশাসক ললিত মোদী। আজ আরসিএ কর্তাদের পাশাপাশি বিসিসিআই সিইও রাহুল জোহরিকেও চিঠি দিয়ে পদত্যাগের কথা জানিয়েছেন ললিত। তিনি ক্রিকেট প্রশাসনকেই বিদায় জানালেন।
গত কয়েক বছর ধরেই ভারতে নেই ললিত। তাঁর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। দেশে না থাকলেও, আরসিএ-র পদে ছিলেন তিনি। তাঁর ছেলে রুচির আরসিএ সভাপতি নির্বাচনে দাঁড়িয়েছিলেন। তবে তিনি হেরে যান। ললিত প্রশাসক হিসেবে থাকায় আরসিএ-কে নির্বাসিত করে বিসিসিআই। তা সত্ত্বেও এতদিন পদ আঁকড়ে ছিলেন তিনি। তবে এবার সরে দাঁড়ালেন প্রাক্তন আইপিএল কমিশনার।
পদত্যাগ করার পর আরসিএ-কে প্রাপ্য অর্থ দেওয়ার জন্য বিসিসিআই-কে অনুরোধ করেছেন ললিত। একইসঙ্গে তিনি বিসিসিআই-এর বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ করেছেন। প্রাক্তন বিসিসিআই সভাপতি এন শ্রীনিবাসন কীভাবে বিসিসিআই-এর বৈঠকে যোগ দিচ্ছেন, সেটা নিয়েই প্রশ্ন তুলেছেন ললিত।
আরসিএ থেকে পদত্যাগ, ক্রিকেট প্রশাসনকে বিদায় জানালেন ললিত মোদী
Web Desk, ABP Ananda
Updated at:
12 Aug 2017 04:47 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -