কলম্বো: প্রাক্তন অধিনায়ক অর্জুন রণতুঙ্গার দাবি মেনে ২০১১ বিশ্বকাপ ফাইনালে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে তদন্ত করতে রাজি বলে জানিয়ে দিলেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী দয়াসিরি জয়শেখর। তিনি বলেছেন, কেউ লিখিতভাবে অভিযোগ জানালেই তিনি তদন্তের নির্দেশ দেবেন।
১৯৯৬ সালে শ্রীলঙ্কার বিশ্বজয়ী অধিনায়ক রণতুঙ্গা সম্প্রতি অভিযোগ করেছেন, ২০১১ বিশ্বকাপ ফাইনালে গড়াপেটা হয়েছিল। তিনি ধারাভাষ্যকার হিসেবে সেদিন ওয়াংখেড়ে স্টেডিয়ামে ছিলেন। শ্রীলঙ্কার ক্রিকেটারদের পারফরম্যান্স দেখে তাঁর সন্দেহ হয়েছিল। সেই কারণেই তিনি তদন্তের দাবি জানাচ্ছেন।
রণতুঙ্গার পর গতকাল স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শ্রীলঙ্কার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মাহিদানন্দা আলুথগামাগেও একই অভিযোগ করেছেন। তাঁর দাবি, সেই ম্যাচ চলাকালীন শ্রীলঙ্কার এক সিনিয়র ক্রিকেটার ড্রেসিংরুমে ৫০টি সিগারেট খেয়েছিলেন। ম্যাচ শেষ হওয়ার পরে কোনও কারণ ছাড়াই পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন অধিনায়ক। সেই ম্যাচে অনেক সন্দেহজনক ঘটনা দেখে তিনি তৎকালীন ক্রিকেট ম্যানেজমেন্ট কমিটিকে তদন্ত করতে বলেছিলেন।
জিম্বাবোয়ের বিরুদ্ধে শ্রীলঙ্কা প্রথমবার একদিনের সিরিজ হারার পরেই ২০১১ বিশ্বকাপ ফাইনাল নিয়ে প্রশ্ন তুলেছেন রণতুঙ্গা। তাঁকে পাল্টা আক্রমণ করে শ্রীলঙ্কার তৎকালীন অধিনায়ক কুমার সঙ্গাকারা বলেছেন, ২০০৯ সালে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা থাকা সত্ত্বেও পাকিস্তানে দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েও তদন্ত হওয়া উচিত। সেই সময় শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের প্রধান ছিলেন রণতুঙ্গা।
২০১১ বিশ্বকাপ ফাইনাল নিয়ে তদন্তে রাজি শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী
Web Desk, ABP Ananda
Updated at:
19 Jul 2017 06:53 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -