মুম্বই: বিশ্বকাপের আগে থেকেই ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির অবসর ঘিরে জল্পনা চলছে। সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে ভারতের চলতি বিশ্বকাপ থেকে বিদায়ের পর সেই জল্পনা আরও জোরাল হয়েছে। এই অবস্থায় ধোনির খেলা চালিয়ে যাওয়ার পক্ষে সওয়াল করলেন কিংবদন্তী সংগীতশিল্পী লতা মঙ্গেশকর। এখনই অবসর না নিতে ধোনির কাছে আর্জি জানিয়েছে লতা বলেছেন, দেশের এখনও তাঁর মতো ক্রিকেটারকে প্রয়োজন। সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে ১৮ রানে হেরে গিয়েছে এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল ভারত। বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গ হয়েছে দেশের ক্রিকেট অনুরাগীদের। ধোনি নিউজিল্যান্ডের ম্যাচেই তাঁর শেষ আন্তর্জাতিক ইনিংস খেলে ফেলেছেন বলে জল্পনা চলছে। এই অবস্থায় ধোনির পাশে দাঁড়ালেন ৮৯ বছরের একনিষ্ঠ ক্রিকেট অনুরাগী লতা। হিন্দিতে তাঁর ট্যুইট, নমস্কার এম এস ধোনিজি। আমি শুনছি যে তুমি অবসর নিতে চাও। অনুগ্রহ করে এ রকম কোনও চিন্তাভাবনা কোর না। দেশের তোমার খেলার প্রয়োজন রয়েছে। অবসরের কোনও রকম চিন্তাভাবনাকে পাত্তা না দেওয়ার জন্য তোমার কাছে আর্জি জানাচ্ছি। গতকাল সেমিফাইনালে রবীন্দ্র জাডেজা (৭৭)-র সঙ্গে সপ্তম উইকেটে ১১৬ রান যোগ করে জয়ের আশা জাগিয়ে তুলেছিলেন। কিন্তু শেষপর্যন্ত লক্ষ্যে পৌঁছতে পারেনি ভারতীয় দল।