মুম্বই : সুর-সম্রাজ্ঞীকে শেষশ্রদ্ধা জানাতে গিয়ে শোকবিহ্বল সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। ক্রিকেট নক্ষত্র মাস্টার ব্লাস্টার লতা মঙ্গেশকরের (Lata Mangheskar) প্রয়াণে শোকবিহ্বল হয়ে লিখেছেন, 'ব্যক্তিগত অঙ্গহানি যেন...'। সোশাল মিডিয়ায় দেওয়া বার্তায় সচিন লেখেন, 'লতা দিদির জীবনের একটা ক্ষুদ্রতম অঙ্গ হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করি। সবসময় ভালোবাসা ও আর্শীবাদ পেয়েছি ওঁর থেকে। তাঁর চলে যাওয়াটা আমার অঙ্গ হারানোর বেদনার মতো যেন। ওঁর সঙ্গীতের মাধ্যমে চিরকাল উনি আমাদের হৃদয়ে পাকাপাকিভাবে থাকবেন।'


সচিন তেন্ডুলকর বরাবরই লতা মঙ্গেশকরের স্নেহধন্য। সই করা জার্সি উপহার দেওয়া থেকে একাধিকবার দেখা করেছেন তাঁরা। বলিউড অভিনেত্রী শ্রদ্ধা (Shraddha Kapoor) ও তাঁর পরিবারের সঙ্গে ছিল সুরসম্রাজ্ঞীর ঘনিষ্ঠ যোগাযোগ। তিনি জানিয়েছেন সচিন লতা মঙ্গেশকরকে ডাকতেন আয়ি বলে, যার অর্থ মা ! একবার লতা বলেছিলেন, "সচিন আমাকে মায়ের চোখে দেখে, আমিও সবসময় মায়ের মতো ওঁর জন্য প্রার্থনা করি। আমি সেই দিনটি কখনই ভুলতে পারি না যেদিন ও আমাকে প্রথমবার 'আয়ি' (মা) বলে ডেকেছিল। এটা আমি কখনও ভাবতে পারিনি। এটা আমার জন্য অত্যন্ত বিস্ময়ের ছিল। এবং ওঁর মতো ছেলে পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি।"






রবিবার সকালে প্রয়াত হয়েছেন সুর-সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। বয়স হয়েছিল ৯২ বছর।  করোনা আক্রান্ত হওয়ায় গত ১১ জানুয়ারি তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। নিউমোনিয়াতেও আক্রান্ত হন নবতিপর শিল্পী। তারপর থেকে ছিলেন ICU-তেই। প্রায় একমাস ধরে হাসপাতালে চলেছে লড়াই। গতকাল শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাখা হয় ভেন্টিলেশনে। শেষপর্যন্ত নিভে গেল জীবন-দীপ। সকাল ৮.১২ মিনিটে মাল্টি অর্গ্যান ফেলিওর হয়ে প্রয়াত হন লতা মঙ্গেশকর, জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।


আরও পড়ুন-সুর-সম্রাজ্ঞীর প্রয়াণ, সমস্ত খবরের আপডেট