ওয়েলিংটন: আগামী সপ্তাহে বুধবার নেপিয়ারে ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। বিশ্বের ২ নম্বর দলের বিরুদ্ধে সিরিজে স্কোয়াডে তারকা ক্রিকেটারদের ফেরাল নিউজিল্যান্ড। দলে ফেরানো হয়েছে টম ল্যাথাম ও কলিন ডি গ্র্যান্ডহোমকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে সদ্যসমাপ্ত সিরিজে দুজনকেই বিশ্রাম দেওয়া হয়েছিল। ওই সিরিজ ৩-০ জেতে কিউই ব্রিগেড।

বৃহস্পতিবার ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে ব্ল্যাক ক্যাপস স্কোয়াডের ১৪ সদস্যের ঘোষণা হয়েছে। স্কোয়াডে রয়েছে ল্যাথাম ও গ্র্যান্ডহোম।

শ্রীলঙ্কার বিরুদ্ধে একটিমাত্র টি ২০ ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল অধিনায়ক কেন উইলিয়ামসন ও পেসার ট্রেন্ট বোল্টকে। তাঁরা ভারতের বিরুদ্ধে সিরিজে খেলবেন।

চোটের জন্য ১০ মাস দলের বাইরে থাকার পর শ্রীলঙ্কার বিরুদ্ধে টি ২০ ম্যাচে প্রত্যাবর্তন ঘটেছিল মিচেল স্যান্টনারের। তিনিও ভারতের বিরুদ্ধে সিরিজে দলে এসেছেন।

আগামী বিশ্বকাপ ও শক্তিশালী ভারতের বিরুদ্ধে সিরিজ জয়-এই দুই লক্ষ্য সামনে রেখে দল গঠন করা হয়েছে বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টেড।

নিউজিল্যান্ড দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, ডোগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, লোকি ফার্গুসন, মার্টিন, গুপ্টিল, ম্যাট হেনরি, টম ল্যাথাম, কলিন মুনরো, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, রস টেলর