প্যারিস: ফের লিয়েন্ডারের গ্র্যান্ড স্ল্যাম জয়৷ ফরাসি ওপেনের মিক্সড ডাবলস চ্যাম্পিয়ন লিয়েন্ডার পেজ-মার্টিনা হিঙ্গিস৷ লি-হিঙ্গিস জিতলেন ৪-৬, ৬-৪, ১০-৮ সেটে৷ হারালেন সানিয়া মির্জা-ইভান ডডিজকে।
এটি লিয়েন্ডারের দশম মিক্সড ডাবলস খেতাব৷ কেরিয়ারের ১৮ নম্বর গ্র্যান্ড স্ল্যাম খেতাব৷ চারটি গ্র্যান্ড স্ল্যামেই পুরুষ ডাবলস ও মিক্সড ডাবলসে চ্যাম্পিয়ন হলেন লিয়েন্ডার। কেরিয়ার গ্র্যান্ড স্ল্যাম করে তিনি ফের প্রমাণ করে দিলেন, বয়স শুধু সংখ্যামাত্র। আর কয়েকদিন পরেই ৪৩ বছর পূর্ণ করতে চলা লিয়েন্ডারই বয়স্কতম গ্র্যান্ড স্ল্যাম জয়ী পুরুষ। লিয়েন্ডারের সঙ্গী মার্টিনার এটি ৫ নম্বর মিক্সড ডাবলস এবং সিঙ্গলস, ডাবলস ও মিক্সড ডাবলস মিলিয়ে ২২ নম্বর গ্র্যান্ড স্ল্যাম।
এদিন দাপটের সঙ্গেই শুরুটা করেন সানিয়া-ডডিজ৷ সহজেই প্রথম সেট পকেটে পুরে নেন সানিয়ারা৷ কিন্তু, দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ালেন ইন্দো-সুইস জুটি৷ লিয়েন্ডারের নিখুঁত ভলি আর মার্টিনার দুরন্ত রিটার্নের জোরে জিতে নেন দ্বিতীয় সেট৷ ম্যাচ টাই ব্রেকারে ফাইনাল সেটের নিষ্পত্তি হয়।
ফরাসি ওপেন চ্যাম্পিয়ন লিয়েন্ডার-মার্টিনা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Jun 2016 06:36 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -