কলকাতা: রেকর্ড সংখ্যক সপ্তম অলিম্পিকে যোগ দিতে চলা ভারতীয় টেনিস নক্ষত্র লিয়েন্ডার পেজ শুধু এই প্রতিযোগিতায় দ্বিতীয় পদক জয়ের লক্ষ্যেই যাচ্ছেন না, তাঁর আরও দুটি লক্ষ্য রয়েছে। রামনাথন কৃষ্ণণের রেকর্ড ভেঙে ডেভিস কাপে সিঙ্গলসে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডও গড়তে চান লি। এছাড়াও তিনি ডাবলসে বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিততে চান। লিয়েন্ডারের বাবা প্রাক্তন হকি তারকা ভেস পেজ এ কথা জানিয়েছেন।
৪৩ বছর বয়সি লিয়েন্ডার ১৯৯৬ সালে আটলান্টা অলিম্পিকে সিঙ্গলসে ব্রোঞ্জ জিতেছিলেন। তারপর থেকে আর অলিম্পিক পদক পাননি। গত কয়েক বছর ধরে সিঙ্গলস খেলছেন না লি। তিনি ২০১২ অলিম্পিকের মতোই রিও-তেও ডাবলসে খেলবেন। এবারও পদক জয়ের লক্ষ্যেই যাচ্ছেন লিয়েন্ডার।
ভেস পেজ বলছেন, অলিম্পিক নিয়েই আপাতত ভাবছেন লি। সেই কারণেই ইচ্ছা থাকলেও সদ্য সমাপ্ত ডেভিস কাপ টাইয়ে সিঙ্গলসে খেলেননি তিনি। তবে ভবিষ্যতে খেলবেন। কারণ, লিয়েন্ডার রেকর্ড গড়তে চান। রামনাথন ডেভিস কাপে সিঙ্গলসে ৫০ টি ম্যাচ জিতেছিলেন। লিয়েন্ডারেরর জয় ৪৮টি ম্যাচে। তিনি আরও অন্তত তিনটি ম্যাচ জিততে চান।
ভেস পেজের মতে, টেনিস খেলোয়াড় হিসেবে সবচেয়ে বেশি অলিম্পিকে খেলার রেকর্ড গড়া লিয়েন্ডার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক পরিণত হয়েছেন। তিনি আগে অনেক বেশি আক্রমণাত্মক ছিলেন। কিন্তু এখন শান্ত, কৌশলী এবং হিসেবি হয়ে গিয়েছেন। ২৩ বছর ধরে দেশের হয়ে খেলা লিয়েন্ডার রাজনীতির বিষয়টি বোঝেন। রোহন বোপান্নার সঙ্গে বিতর্ক দূরে সরিয়ে রেখে দেশের হয়ে তিনি সেরাটা দিতে তৈরি।
লিয়েন্ডার এবার রিও থেকে পদক নিয়েই ফিরবেন বলে আশা তাঁর বাবার।
অলিম্পিকে দ্বিতীয় পদক, ডেভিস কাপে রামনাথনের রেকর্ড ভাঙাই লিয়েন্ডারের লক্ষ্য: ভেস পেজ
Web Desk, ABP Ananda
Updated at:
22 Jul 2016 12:05 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -