নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেটারদের জার্সির স্পনসর বদল। আগামী সেপ্টেম্বর থেকে বিরাট-বাহিনীর জার্সির বুকে নতুন ব্র্যান্ডের নাম দেখতে পাওয়া যাবে। কারণ, গত দু’বছর ধরে দেখা মেলা চিনা মোবাইল প্রস্তুতকারী সংস্থার লোগোর জায়গায় আগামী সীমিত ওভারের সিরিজ থেকে টিম ইন্ডিয়ার জার্সিতে একটি জনপ্রিয় অনলাইন টিউটোরিয়াল সাইটের লোগো থাকবে। এদিন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই-এর তরফে এক বিবৃতি প্রকাশ করে জানানো হয়, বর্তমান টিম স্পনসর ‘অপো মোবাইলস’ ইন্ডিয়া থেকে চলে যাচ্ছে ‘বাইজু’স’-এর হাতে। বোর্ড জানিয়েছে, ৫ সেপ্টেম্বর ২০১৯ থেকে ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত ভারতীয় দলের অফিসিয়াল স্পনসর হবে ‘বাইজু’স’। প্রসঙ্গত, ২০১৭ সালে বিসিসিআই ও অপো-র মধ্যে পাঁচ বছরের চুক্তি হয়েছিল। চুক্তিমূল্য ছিল ১০৭৯ কোটি টাকা। গত ২ বছর ভারতীয় দলের জার্সিতে দেখা গিয়েছিল এই চিনা মোবাইল প্রস্তুতকারী সংস্থার লোগো। এখন ত্রিপাক্ষিক চুক্তির মাধ্যমে বাকি সময়ের জন্য অপোর থেকে স্পনসরশিপ নিজেদের হাতে নিচ্ছে ‘বাইজু’স’। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাটিতে সীমিত ওভারের সিরিজ থেকে নতুন স্পনসরের নাম দেখা যাবে।