মুম্বই: গত মাসেই নিজের পঞ্চাশতম জন্মদিন পালন করেছেন ধুমধাম করে। সােশ্যাল মিডিয়ায় সেই ছবিও পোস্ট করেছিলেন। এবার মাতৃদিবসে মা-কে প্রণাম জানিয়ে সােশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সচিন তেন্ডুলকর। তবে বেশ মজাদার একটি পোস্ট করেই এই বিশেষ দিনটির শুভেচ্ছা জানিয়েছেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়ায় মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে তাঁর ক্যাপশনে মাস্টার ব্লাস্টার লিখেছেন, ''বর্তমান সময়ের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে (Artificial Inteligence) এআই কখনও আমার আইয়ের জায়গা নিতে পারবে না। যা অপূরণীয়, তা সর্বদা আই-ই থাকবে।''


 






সচিন এই মুহূর্তে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টরের দায়িত্ব পালন করছেন। চলতি মরসুমেই আইপিএলে অভিষেক করেছেন তাঁর ছেলে অর্জুন তেন্ডুলকরও। যদিও সব ম্যাচেই খেলার সুযোগ পাচ্ছেন না অর্জুন। 


পুলিশের দ্বারস্থ সচিন


রমরমিয়ে চলছে আইপিএল (IPL 2023)। মেগা টুর্নামেন্টে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) কোচিং স্টাফেদের মধ্যে রয়েছেন কিংবদন্তি সচিন তেন্ডুলকরও (Sachin Tendulkar)। তাই স্বাভাবিকভাবেই দলের সঙ্গে রয়েছেন 'লিটল মাস্টার'। তবে আইপিএল চলাকালীনই এবার পুলিশের দ্বারস্থ হতে হল সচিনকে। ঘটনাটা ঠিক কী?


এক জাল বিজ্ঞাপনে সচিন তেন্ডুলকরের ছবি, তাঁর নাম ও গলার আওয়াজ ব্যবহার করেছে, যাতেই ক্ষুব্ধ কিংবদন্তি ক্রিকেটার। সেই কারণেই তিনি মুম্বইয়ের ক্রাইম ব্রাঞ্চের (Mumbai Crime Branch) সাইবার সেলে মামলা দায়ের করেছেন। ভারতীয় আইনের ৪২৬, ৪৬৫ ও ৫০০ ধারায় মামলা দায়ের করা হয়েছে। তবে কে বা কারা এই বিজ্ঞাপন প্রচার করছেন, তা এখনও জানা যায়নি। খবর অনুযায়ী, সচিনের সহায়ক এই গোটা বিষয়টি শনাক্ত করেন। ফেসবুকে এক তেলের কোম্পানির বিজ্ঞাপনে সচিনের ছবি ও তাঁর আওয়াজ ব্যবহারের বিষয়টি তাঁর চোখে পড়ে। ইন্সটাগ্রামেও সচিনের ছবি ব্যবহার করে সেই সংস্থার একাধিক বিজ্ঞাপন রয়েছে।


ওই বিজ্ঞাপনে দাবি করা হয়েছে যে সচিন উক্ত পণ্য ব্য়বহারের জন্য সকলকে পরামর্শ দিচ্ছেন। সেই কারণেই মুম্বই পুলিশ প্রতারণা, জালিয়াতির মতো একাধিক ধারায় মামলা রুজু করেছে। তিনি যে কোনওভাবেই এই সংস্থার সঙ্গে যুক্ত নন, তা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও করেন সচিন। সেই পোস্টে কিংবদন্তি ক্রিকেটার লেখেন, 'বিশ্বাসযোগ্য পণ্য পাওয়াটা খুবই প্রয়োজনীয়। আমাদের সমাজকে সুরক্ষা দিতে প্রয়োজনে সোশ্যাল মিডিয়ায় ব্লক ও রিপোর্ট বিকল্পটি ব্যাবহার কর। সকলে মিলে অনলাইনে আরও সুরক্ষিত এক পরিবেশ গড়ে তোলা যাক।'