স্লেজিং কম থাকলেও অজি বোলারদের বাউন্সারে ঘাটতি থাকবে না,ভারতকে সতর্ক করে বললেন ইয়ান চ্যাপেল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Nov 2018 04:58 PM (IST)
ইডেন টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের জয়ের পথে বাধা হয়ে দাঁড়াল খারাপ আলো। শেষদিনে রীতিমতো জমে ওঠে খেলা। দ্বিতীয় ইনিংসে ভারতের দেওয়া জয়ের জন্য ২৩১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে খেলা বন্ধ হওয়ার আগে ৭ উইকেটে হারায় শ্রীলঙ্কা। করে মাত্র ৭৫ রান।
সিডনি: মাঠে আগ্রাসী মানসিকতার জন্য পরিচিত অস্ট্রেলিয়া ক্রিকেট দল। প্রতিপক্ষ খেলোয়াড়দের আগ্রাসী মানসিকতা ও আধিপত্য দিয়ে পেড়ে ফেলার কৌশল ছিল তাদের। স্লেজিং ছিল এই কৌশলের একটা অবিচ্ছেদ্য অঙ্গ। মাঠে লড়াই শুরুর আগেই বিপক্ষের মানসিকতা দুমড়ে-মুচড়ে দেওয়াটাই ডাউন আন্ডারে সফরের একটা বৈশিষ্ট্য। কিন্তু বল বিকৃতি কাণ্ডের পর রাতারাতি বদলে গিয়েছে চালচিত্রটা। এই ঘটনায় অস্ট্রেলিয়া দলের সেরা দুই ব্যাটসম্যানকে এক বছরের জন্য নির্বাসিত করা হয়েছে। আর ওই ঘটনায় ধাক্কা খেয়েছে বিশ্ব চ্যাম্পিয়নদের ভাবমূর্তি। মৌখিক যুদ্ধটা অস্ট্রেলিয়া এতটাই কমিয়ে দিয়েছে যে, দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডুপ্লেসিস সহ অনেক ক্রিকেটার অজিদের তাদের মৌলিক বৈশিষ্ট্য হারিয়ে যেতে না দেওয়ার পরামর্শ দিয়েছেন। অস্ট্রেলিয়া ক্রিকেটের এই সংকটের সময় সে দেশ সফরে গিয়েছে ভারতীয় দল। ডাউন আন্ডারে এই প্রথম সিরিজ জয়ের আশায় বুক বাঁধছেন বিরাট কোহলির দলের সমর্থকরা। আর এই সফরে কোহলিদেরই ফেভারিট ধরা হচ্ছে। যদিও অস্ট্রেলিয়া সফরটা কোহলিদের পক্ষে আদৌ সহজ হবে না বলে সতর্ক করে দিয়েছেন প্রাক্তন অজি অধিনায়ক ইয়ান চ্যাপেল। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভারতীয় দল যেন অস্ট্রেলিয়াকে খাটো করে না দেখে। কারণ, অজি বোলিং অ্যাটাক কিন্তু বিপজ্জনক। চ্যাপেল বলেছেন, মৌখিক যুদ্ধ না থাকলেও বদলি হিসেবে থাকবে শর্ট-পিচ বল। চ্যাপেল বলেছেন, মিচেল স্টার্ক, জোশ হ্যাজেলউড, প্যাট কামিন্স ও পিটার সিডলেকে নিয়ে গঠিক বোলিং অ্যাটাক অতিরিক্ত বোঝা কাঁধে তুলে নিতে প্রস্তুত থাকবে। চ্যাপেল বুঝিয়ে দিয়েছেন, অসি পেসাররা বাউন্সার দিয়ে ভারতীয় ব্যাটসম্যানদের শিরদাঁড়ায় কাঁপুনি ধরিয়ে দেওয়ার চেষ্টা করবে। তিনি বলেছেন, অস্ট্রেলিয়া মাঠে তাদের আচরণ সংযত রাখার চেষ্টা করবে। ভারতীয়দের বুঝতে হবে যে মৌখিক যুদ্ধটা কমলেও শর্ট-পিচ ডেলিভারির কোনও খামতি থাকবে না। চ্যাপেল আরও বলেছেন, অস্ট্রেলিয়াকে আদৌ খাটো করে দেখা যাবে না। তাদের হাতে রয়েছে সেরা মানের বোলিং অ্যাটাক। স্টার্ক, হ্যাজেলউড ও কামিন্সকে নিয়ে তৈরি বোলিং অ্যাটাক রীতিমতো সমীহ জাগানোর মতো। অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ কিছুটা দুর্বল। এর অর্থ বোলাররা বিপক্ষকে রান তুলতে না দেওয়ার ব্যাপারে বদ্ধপরিকর থাকবে। চ্যাপেল বলেছেন, ভারতের প্রথম তিন ব্যাটসম্যানকে মনে রাখতে হবে, বিরাট কোহলিকে বলের পালিশ থাকতে থাকতেই প্যাভিলিয়নে ফেরত পাঠাতে শুরুতেই উইকেট দখলের লক্ষ্যে ঝাঁপাবে অজি বোলাররা। একইসঙ্গে তিনি অজি বোলারদের সঠিক লেংথে বোলিংয়ের পরামর্শও দিয়েছেন।