নয়াদিল্লি: দুনিয়াসেরা দলগুলি হাড্ডাহাড্ডি লড়বে বিশ্বকাপের জন্য। কিন্তু স্পেনের প্রধান প্রশিক্ষক ফ্রেডেরিক সোয়েজ মনে করেন, ভারত এই টুর্নামেন্টের অন্যতম ফেভারিট। বিশ্বের অষ্টম সেরা হকি দল স্পেন শুক্রবার ভারত পৌঁছেছে।
সোয়েজ বলেছেন, এই টুর্নামেন্টে ৬ বা ৭টি দলের মধ্যে দারুণ লড়াই হবে বলে তাঁর ধারণা। প্রত্যেকেই লড়বে পদকের জন্য। এই লড়াইয়ে থাকবে জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়াম, অস্ট্রেলিয়া ও ভারত।
স্পেন রয়েছে পুল এ-তে, তাদের গ্রুপে রয়েছে অলিম্পিকজয়ী আর্জেন্তিনা, নিউজিল্যান্ড ও ফ্রান্স। ২৯ নভেম্বর তাদের প্রথম ম্যাচ। কোচ জানিয়েছেন, বিশ্বকাপের জন্য ভাল প্রস্তুতি নিয়েছেন তাঁরা। প্রথম ম্যাচ খুব গুরুত্বপূর্ণ, গ্রুপ পর্যায়ে অবশ্যই ভাল খেলতে হবে। ভুবনেশ্বরের কলিঙ্ক স্টেডিয়ামে গত বছর খেলেছেন তাঁরা, পরিবেশ সম্পর্কে ধারণা রয়েছে।
শনিবার ভোরে ভুবনেশ্বর পৌঁছেছে পুল বি-তে থাকা চিন। ইংল্যান্ড ও নিউজিল্যান্ড এসে পৌঁছেছে ওদিনই শেষ রাতে।
বিশ্বকাপ হকি: জয়ের জন্য ভারত অন্যতম ফেভারিট, বললেন স্পেনের কোচ
ABP Ananda, Web Desk
Updated at:
26 Nov 2018 02:15 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -