নয়াদিল্লি: ২০১২ লন্ডন অলিম্পিকে কুস্তির ৬০ কেজি ফ্রিস্টাইল ইভেন্টের রুপোর পদক নিতে চাইছেন না যোগেশ্বর দত্ত। তিনি চান, রাশিয়ার প্রয়াত কুস্তিগীর বেসিক কুদুখোভের পরিবারের কাছেই থাকুক ওই পদক।
লন্ডনে ব্রোঞ্জ পেয়েছিলেন যোগেশ্বর। কিন্তু সম্প্রতি জানা গিয়েছে, রাশিয়ার কুস্তিগীর ডোপিং করেছিলেন। ফলে তাঁর বদলে রুপোর পদক পাবেন যোগেশ্বর। কিন্তু এই ঘটনা প্রকাশ্যে আসার আগেই প্রয়াত হয়েছেন কুদুখোভ। সেই কারণেই রুপোর পদক চাইছেন না যোগেশ্বর।
তিনি ট্যুইটারে লিখেছেন, ‘বেসিক কুদুখোভ অসাধারণ কুস্তিগির ছিলেন। তাঁর মৃত্যুর পর ডোপ টেস্টে ব্যর্থ হওয়ার ঘটনা দুঃখজনক। একজন খেলোয়াড় হিসেবে আমি তাঁকে সম্মান জানাই। যদি সম্ভব হয় পদক কুদুখোভের পরিবারের কাছেই রাখতে দেওয়া হোক। এতে তাঁর পরিবারের সম্মান অক্ষুণ্ণ থাকবে। আমার কাছে মানবিকতা সবকিছুর উর্ধ্বে।’
চারবারের বিশ্বচ্যাম্পিয়ন এবং দু বার অলিম্পিকে পদক পাওয়া কুদুখোভ ২০১৩ সালে দক্ষিণ রাশিয়ায় গাড়ি দুর্ঘটনায় মারা যান। তবে বিশ্ব ডোপ বিরোধী সংস্থা (ওয়াডা) ২০১২ সালে সংগৃহীত নমুনা পরীক্ষা করে জানিয়ে দিয়েছে, রাশিয়ার এই কুস্তিগীর নিষিদ্ধ মাদক গ্রহণ করেছিলেন। ফলে যোগেশ্বর রুপো পাবেন। তিনি এই পদক দেশবাসীকে উৎসর্গ করেছেন। তবে প্রয়াত কুস্তিগীরের পরিবারের কাছ থেকে পদক কেড়ে নেওয়ার পক্ষে নন তিনি।
রাশিয়ার প্রয়াত কুস্তিগীরের পরিবারের কাছেই রুপো থাকুক, চাইছেন যোগেশ্বর
Web Desk, ABP Ananda
Updated at:
31 Aug 2016 11:52 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -