মায়ামি: বর্ণময় সন্ধ্যায়, হাজার হাজার সমর্থকদের ভিড়ে নায়ক বরণ হয়েছিল। আমেরিকার মেজর সকার লিগ ক্লাব ইন্টার মায়ামির জার্সিতে কবে মাঠে নামবেন লিওনেল মেসি, তা নিয়ে সমর্থকদের যেন উন্মাদনার পারদ চড়ছিলই। অবশেষে তিনি নামলেন। আর ইন্টার মায়ামির হয়ে অভিষেক ম্যাচেই গোল করে দলকেও জেতালেন বিশ্বকাপজয়ী আর্জেন্তাইন অধিনায়ক। খেলার শুরু থেকে তাঁকে মাঠে নামানো হয়নি। নামলেন দ্বিতীয়ার্ধে ৫৪ মিনিটে। আর নেমেই ম্যাজিক দেখানো শুরু। অবশেষে বাঁশি বাজার কিছুক্ষণ আগে দুরন্ত ফ্রি-কিকে চেনা মেসি। নিঁখুত নিশানায় জালে জড়ালেন বল। গোটা মাঠ মেসি মেসি শব্দব্রহ্ম।
ক্রুজ আজুলের বিরুদ্ধে খেলতে নেমে ছিল ইন্টার মায়ামি। ম্যাচে ইন্টার মায়ামির প্রথম একাদশে মেসিকে রাখেননি কোচ। তবে মায়ামির ঘরের মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়ামে তিনি এলেন। আর এরপর দেখলেন ও জয় করলেন। খেলার প্রথমার্ধে ৪৪ মিনিটের মাথায় প্রথমে গোল করে দলকে এগিয়ে দেন রবার্ট টেলর। তবে দ্বিতীয়ার্ধে ৬৫ মিনিটের মাথায় খেলায় সমতা ফেরায় ক্রুজ আজুল। ৫৪ মিনিটের মাথায় মেসিকে নামান মাঠে কোচ। খেলার ৯৪ মিনিটের মাথায় পেনাল্টি বক্সের বাইরে মেসিকে ফাউল করেছিলেন আজুলের ফুটবলার। মেসি ফ্রি কিক নেন ও সেখান থেকে গোলও করেন।
ট্রান্সফার উইন্ডোর শুরুতেই লিওনেল মেসিকে সই করিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল ডেভিড বেকহ্যামের মালিকাধীন ইন্টার মায়ামি (Inter Miami)। তারপরে গত মরশুমের বার্সেলোনা অধিনায়ক সার্জিও বুস্কেতসকেও সই করিয়েছে মেজর লিগ সকারে খেলা ক্লাবটি। এবার ফের চমক। মেসি, বুস্কেতসের প্রাক্তন বার্সেলোনা সতীর্থ জর্দি আলবাকেও (Jordi Alba) দলে নিল মার্কিন যুক্তরাষ্ট্রের এই ক্লাবটি।
গত মরশুম শেষেই বার্সেলোনা ছাড়ার কথা জানিয়েছিলেন আলবা। এবার স্পেনের তারকা লেফট ব্যাককে এক বছরের চুক্তিতে সই করিয়ে নিল ইন্টার মায়ামি। সদ্যই আলবাকে সই করানোর কথা সরকারিভাবে ইন্টার মায়ামির তরফে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করা হয়। আলবাকে প্রাথমিকভাবে এক বছরের চুক্তিতে সই করা হলেও, তাঁর পারফরম্যান্সের উপর ভিত্তি করে চুক্তি আরও এক বছর বাড়ানোর বিকল্প রয়েছে।