জুরিখ: অষ্টমবার ব্যঁল ডি অর (Ballon D Or) জয়ের হাতছানি লিওনেল মেসির (Lione Messi) সামনে। বিশ্বকাপ জয়ী মেসি এরই মধ্যে সাতবার এই সম্মানজনক পুরস্কার জয় পেয়েছেন। এই পুরস্কারের সংখ্যায় তার ধারেকাছে কেউ নেই। এবার মেসি (Lionel Messi) ব্যঁ ডি অর জিতলে তা সংখ্যায় আট হবে। দলবদলের নির্ভরযোগ্য সূত্র খ্যাত ইতালির প্রখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, ব্যঁল ডি অর জয়ের জন্য যে যা যা প্রয়োজন তার সব বিষয়ে মেসি অন্যদের থেকে এগিয়ে রয়েছেন।


এখনও পর্যন্ত গত ১৫ বছরে ব্যঁল ডি অর খেতাব মেসি ও রোনাল্ডোর মধ্য়েই ভাগাভাগি হয়েছে। তাঁরা দুজনেই সর্বাধিকবার এই খেতাব জিতেছেন। ২ জনে মিলে মোট ১২ বার জিতেছেন ব্যঁল ডি অর খেতাব। মাঝে শুধুমাত্র ২০১৮ সালে লুকা মদ্রিচ ও গত মরসুমে করিম বেঞ্জেমা এই খেতাব জিতেছিলেন। এবারের ব্যঁল ডি অর জয়ের দৌড়ে আর কে কে রয়েছেন দেখে নেওয়া যাক -


 






নতুন ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই দুরন্ত ছন্দে লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের ক্লাবের হয়ে একের পর এক গোল করেই চলেছেন আর্জেন্তাইন তারকা। কয়েক মাস আগে আটলান্টা ইউনাইটেডের বিরুদ্ধে জোড়া গোল করেন মেসি। এই জোড়া গোলের সুবাদেই নতুন ইতিহাস গড়ে ফেলেন তিনি।


প্রায় দু'দশক ধরে ফুটবলবিশ্বকে শাসন করছেন 'এলএম১০'। তাঁর দখলে প্রচুর রেকর্ড রয়েছে। আটলান্টা শততম দল যাদের বিরুদ্ধে গোল করতে সক্ষম হন মেসি। ২০০৪-০৫ মরশুমে আলবাসেটের বিরুদ্ধে লা লিগায় নিজের পেশাদার কেরিয়ারের প্রথম গোলটি করেন। তিনি ৮৭ মিনিটে রোনাল্ডিনহোর পাস থেকে গোলটি করেন। তারপর থেকে একের পর এক গোল করে ইতিহাস গড়েই চলেছেন মেসি। তাঁর বর্ণময় কেরিয়ারে আরও এক পালক যোগ হল। 


মেজর লিগ সকারে খেলা ইন্টার মায়ামির কোচ তাতা মার্টিনো (Tata Martino) ক্লাবের নতুন অধিনায়ক হিসাবে মেসির নাম ঘোষণা করে দিলেন। নিজের অভিষেক ম্যাচে, লিগস কাপে ক্রুজ আজুলের বিরুদ্ধে প্রথম একাদশে না থাকলেও, দ্বিতীয়ার্ধে মাঠে নামেন মেসি। ইনজুরি টাইমে চোখধাঁধানো এক ফ্রি-কিকে দলকে ২-১ জয়ও এনে দেন তিনি। সেই ম্যাচে মেসি মাঠে নামলেই তাঁকে অধিনায়কের আর্মব্যান্ড দিয়ে দেওয়া হয়। এবার পাকাপাকিভাবে তাঁকেই দলের অধিনায়ক বেছে নেওয়া হয়।