প্যারিস: সাদা টি শার্টের বুকে লেখা, 'দিস ইজ প্যারিস'। বার্সেলোনার সঙ্গে দীর্ঘ সম্পর্ক ছিন্ন করে ফরাসি লিগের দল প্যারিস সাঁ জারমাঁ-য় যোগ দিতে মঙ্গলবার প্যারিসে পৌঁছে গেলেন আর্জেন্তিনার মহাতারকা লিওনেল মেসি। আর ছবারের ব্যালঁ ডি'অর জয়ীকে ঘিরে রীতিমতো উৎসব শুরু হয়ে গেল জিনেদিন জিদানদের দেশে।


নায়কের মতো স্বাগত জানানো হল মেসিকে। লা বোর্জে বিমানবন্দরে তাঁকে দেখতে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। চারদিক মুখরিত 'মেসি, মেসি' চিৎকারে। আর্জেন্তিনার অধিনায়ক বিমানবন্দরের বাইরে পা রাখতেই পুড়ল আতসবাজি।


মেসি নিজে এখনও প্যারিস সাঁ জারমাঁ-র সঙ্গে তাঁর চুক্তি নিয়ে বিশেষ কিছু বলেননি। সই হওয়ার পর বুধবার সাংবাদিক বৈঠক করার কথা রয়েছে তাঁর। সেখানেই সম্ভবত সব কিছু বলবেন মেসি।


মঙ্গলবার সকাল থেকেই ফরাসি সংবাদমাধ্যম দাবি করে যে, পিএসজি-তেই খেলবেন মেসি। ফ্রান্সের প্রথম সারির সংবাদমাধ্যমে বলা হয়, ফরাসি লিগের দল প্যারিস সাঁ জারমাঁতে ২ বছরের চুক্তিতে সই করতে রাজি হয়ে গিয়েছেন মেসি। আর্জেন্তিনার মহাতারকা শীঘ্রই পৌঁছতে পারেন প্যারিসে। মঙ্গলবার এমনটাই জানায় ফরাসি সংবাদমাধ্যম লেকিপ। বলা হয়, ভারতীয় মুদ্রায় প্রায় ৬১০ কোটি ৫০ লক্ষ টাকায় তিনি সই করতে চলেছেন পিএসজিতে। দুই বছরের জন্য এই চুক্তি হওয়ার সম্ভাবনা। তার কিছুক্ষণের মধ্যেই মেসি প্যারিসে পৌঁছে যান।


বার্সেলোনা ছাড়ার পর মেসির পিএসজি-তেই যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি বলে জানা যাচ্ছিল। প্রাক্তন সতীর্থ নেমারের সঙ্গেই ফের জুটি বাঁধতে চলেছেন মেসি। সেই সঙ্গে ফরাসি লিগের এই ক্লাবে রয়েছেন আর্জেন্তিনা দলে মেসির সতীর্থ তথা কোপা আমেরিকা ফাইনালে গোল করে দেশকে ট্রফি এনে দেওয়া অ্যাঙ্খেল দি মারিয়াও।


ইতিমধ্যেই দলের প্রাক্তন অধিনায়ক লিওনেল মেসিকে বিদায়ী সংবর্ধনা জানিয়ে দিয়েছে তাঁর বহুদিনের ক্লাব বার্সেলোনা। সেই অনুষ্ঠানে কান্নায় ভেঙে পড়েছিলেন মেসি। তখনও প্যারিস সাঁ জারমাঁয় মেসির যোগদানের খবরে গোটা ফুটবল বিশ্ব তোলপাড় হয়ে উঠেছিল। কিন্তু কোনও পক্ষ থেকেই কোনও ইঙ্গিত ছিল না।