মেন্ডোজা: আন্তর্জাতিক ফুটবলে অবসরের সিদ্ধান্ত ভেঙে রাজার মতোই ফিরে এলেন এলএম টেন। ২০১৮-র বিশ্বকাপের যোগ্যতা নির্ধারক (কোয়ালিফাইং) ম্যাচে লিওনেল মেসির গোলেই উরুগুয়েকে হারাল আর্জেন্টিনা।
গত জুনে কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হারের পর সারা বিশ্বকে চমকে দিয়ে অবসরের ঘোষণা করেছিলেন মেসি। তাঁর সিদ্ধান্ত ঘিরে ফুটবল বিশ্বে হাহুতাশ তৈরি হয়েছিল। আর্জেন্টিনাজুড়ে ছিল একটাই আর্তি-ফিরে এস মেসি। শেষপর্যন্ত কয়েকদিন আগে অবসরের সিদ্ধান্ত বদল করে জাতীয় দলের হয়ে খেলার কথা ঘোষণা করেন এই বাঁ পায়ের শিল্পী। আর্জেন্টিনার নতুন কোচ এডগার্ডো বাউজার অনুরোধেই মেসি সিদ্ধান্ত বদল করেন বলে জানা গেছে।
আর প্রত্যাবর্তন ম্যাচেই চেনা ছন্দে বার্সেলোনার তারকা ফুটবলার। ম্যাচের ৪২ মিনিটে ডিফ্লেকটেড শটে বল উরুগুয়ের জালে জড়িয়ে দেন মেসি। এই গোলের পর আর্জেন্টিনার মেন্ডোজার ইস্টাডিও মালভিনাসের দর্শকরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। ফুটবলের রাজপুত্রের গোলে বিশ্বকাপে দক্ষিণ আমেরিকার কোয়ালিফাইং রাউন্ডে সাত ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে পৌঁছে গেল আর্জেন্টিনা।নীল-সাদা জার্জির কোচ হিসেবে প্রথম জয়টি ঘরের মাঠে পেলেন বাউজা।
দ্বিতীয়ার্ধে অবশ্য কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয় আর্জেন্টিনাকে। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় হলুদ কার্ড দেখে বেরিয়ে যেতে হয় স্ট্রাইকার পাউলো দিবালা। বাকি সময়টা ১০ জনে খেলতে হয় আর্জেন্টিনাকে।
অবসর ভেঙে রাজকীয় প্রত্যাবর্তন, মেসির গোলে উরুগুয়েকে হারাল আর্জেন্টিনা
ABP Ananda, web desk
Updated at:
02 Sep 2016 09:30 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -