নয়াদিল্লি: মরশুম শেষে প্যারিস সঁ জরমেঁর সঙ্গে চুক্তি শেষ হয়েছে লিওনেল মেসি (Lionel Messi)। তাঁঁর পরবর্তী ক্লাব নিয়ে জল্পনা-কল্পনা চলছিলই। অনেকে মনে করছিলেন বার্সেলোনাতে ফিরতে পারেন মেসি। আবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো মেসিকেও সৌদির এক ক্লাব বিরাট অঙ্কের প্রস্তাব দিয়েছিল। কিন্তু সেই প্রস্তাব নাকচ করে মেসি ইন্টার মায়ামিকেই (Inter Miami) নিজের পরবর্তী ক্লাব হিসাবে বেছে নিয়েছেন। নতুন ক্লাবের হয়ে মাঠে নামতে এবং নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হতে মুখিয়ে রয়েছেন মেসি।


ডেভিড বেকহ্যামের মালিকাধীন ক্লাবে যোগদান প্রসঙ্গে আর্জেন্তাইন কিংবদন্তি মেসি সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেন, 'আমি খুবই ভাল আছি। সামগ্রিকভাবে আমার পরিকল্পনাটা (বার্সেলোনাতে ফেরা) ভিন্ন ছিল। তবে আমি শেষমেশ যে সিদ্ধান্ত নিয়েছি তাতে আমরা খুশি। এই পরিবর্তন এবং আসন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে আমি তৈরি এবং উচ্ছ্বসিত। এই সিদ্ধান্তটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমি অনেক ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছি এবং এর পরিণাম কী হতে পারে, সেটাও জানি।'


ক্ষুব্ধ মেসি অনুরাগীরা


ক্লাব ফুটবলের মরশুম শেষ হয়ে গিয়েছে। বর্তমানে বিভিন্ন দেশগুলি নিজেদের মধ্যে ফ্রেন্ডলি ম্য়াচ খেলছে। সেই তালিকা রয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্তিনাও (Argentina Football Team)। লা আলবিসেলেস্তের সমর্থকরা গোটা বিশ্বজুড়েই রয়েছেন। আর আর্জেন্তিনার ম্য়াচ মানেই লিওনেল মেসিকে দেখার সুযোগ। 'এলএম১০'-কে নিজের চোখের সামনে খেলতে দেখা তো যে কোনও অনুরাগীরই স্বপ্ন। মেসিকে এক ঝলক দেখার স্বপ্ন নিয়েই সোমবার জাকার্তায় কত না সমর্থক ভিড় জমাতেন। কিন্তু সেই স্বপ্ন অধরাই রয়ে যাচ্ছে।


সোমবার, ১৯ জুন ইন্দোনেশিয়ার বিরুদ্ধে মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্তিনা (Argentina vs Indonesia)। মেসিকে খেলতে দেখবেন বলেই এক সমর্থক ১২ ঘণ্টার ওপর প্লেন ও বোটযাত্রা করে জাকার্তায় ম্যাচ দেখার পরিকল্পনা করেছিলেন অ্যাং নামে এক সমর্থক। কিন্তু মেসি ইন্দোনেশিয়ার বিরুদ্ধে মাঠেই নামবেন না বলে জানিয়ে দিয়েছেন। এরপরেই ম্যাচের উদ্যোক্তাদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন একদল সমর্থক। উদ্যোক্তাদের বিরুদ্ধে মিথ্যা বিজ্ঞাপন প্রচারের অভিযোগও আনা হয়। ইন্দোনেশিয়ার বিরুদ্ধে মেসিদের ম্য়াচের ৬০ হাজার টিকিট মুহূর্তের মধ্যে শেষ হয়ে। টিকিট সর্বত্রই ফলাও করে মেসির ছবিও দেওয়া।


তবে ম্যাচে মেসির খেলা নিয়ে শুরু থেকেই অনিশ্চয়তা ছিল এবং বৃহস্পতিবারই মেসি যে আসন্ন ম্যাচে খেলবেন না, সেটাও নিশ্চিত হয়ে যায়। আর্জেন্তাইন কোচ লিওনেল স্কালোনি জানিয়ে দেন যে মেসি সোমবারের ম্যাচে খেলবেন না। অ্যাং মেসির অন্ধভক্ত। তাঁর দখলে মেসির নাম লেখা প্রায় দুইশোটি জার্সি রয়েছে। নিজের মেসির জার্সির সম্ভার থেকে সাতটি জার্সি বিক্রি করার পাশাপাশি আরও না না রকম জোগাড় করেই অ্যাংয়ের জাকার্তায় আসার কথা ছিল। তিনি নিজের প্রিয় ফুটবলারকে দেখতে পাবেন না জেনে চরম ক্ষুব্ধ এবং হতাশ।


 


এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: কিছু উপহারের আইডিয়া 'পিতৃ দিবস'-এ বাবাকে সারপ্রাইজ দেওয়ার জন্য